Dev's Actress: দেবের সহ-অভিনেত্রী মধ্যমগ্রামের এই খুদে সুন্দরী এখন জেলার গর্ব, জুনিয়র মিস ইন্ডিয়ায় সফল
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Dev's Actress: উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দেবের এই সহ খুদে অভিনেত্রী মধ্যমগ্রাম থেকেই জাতীয় মঞ্চে পেল সাফল্য! অল্প বয়সেই এল বড় সাফল্য। মধ্যমগ্রাম দেবীগড় এলাকার বাসিন্দা, সেন্ট জুডস হাই স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী মাত্র ৭ বছরের সুহানি নন্দী এবার নজর কাড়ল সর্বভারতীয় মঞ্চে
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দেবের এই সহ খুদে অভিনেত্রী মধ্যমগ্রাম থেকেই জাতীয় মঞ্চে পেল সাফল্য! অল্প বয়সেই এল বড় সাফল্য। মধ্যমগ্রাম দেবীগড় এলাকার বাসিন্দা, সেন্ট জুডস হাই স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী মাত্র ৭ বছরের সুহানি নন্দী এবার নজর কাড়ল সর্বভারতীয় মঞ্চে
advertisement
2/6
রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত সর্বভারতীয় জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় পাঁচ থেকে সাত বছর বয়সের বিভাগে রানার আপ হয়ে মধ্যমগ্রামকে গর্বিত করল এই খুদে প্রতিভা
advertisement
3/6
জানা গিয়েছে, দেশের ২৩টি রাজ্য থেকে অডিশনে অংশ নিয়েছিল অসংখ্য প্রতিযোগী। কঠিন বাছাইপর্ব পেরিয়ে জয়পুরের গ্র্যান্ড ফিনালে পৌঁছন সুহানি। সেখানে মোট ১৭৬ জন প্রতিযোগীর মধ্যে নিজের প্রতিভার জোরে সাফল্য ছিনিয়ে নেয় সে। শুধু র‍্যাম্প বা সৌন্দর্য প্রতিযোগিতাই নয়, নাচ, গান এমনকি অভিনয়েও সমান পারদর্শী সুহানি
advertisement
4/6
একজন দক্ষ ডান্সার ও মডেল হিসেবে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছে সে। টলিউডেও তার পরিচিতি রয়েছে। দেবের সঙ্গে প্রধান সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছে এই খুদে অভিনেত্রী। পাশাপাশি ‘ভূত পূর্ব’ সিনেমায় ভূতের চরিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছে সে। টলিউডের একাধিক অভিনেতার সঙ্গেও কাজ করতে দেখা গিয়েছে সুহানিকে
advertisement
5/6
এমনকি একাধিক ধারাবাহিকে অভিনয়ের জন্য প্রস্তাব রয়েছে তার ঝুলিতে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। নাচের পাশাপাশি আবৃত্তি সহ নানা প্রতিভার অধিকারী সুহানি। পড়াশোনার সঙ্গে তাল মিলিয়েই চলছে তার অভিনয়, মডেলিং ও অন্যান্য শিল্পচর্চা। আগামী দিনে জুনিয়র মিস ইউনিভার্স হওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়ার ইচ্ছাও রয়েছে তার। একই সঙ্গে অভিনয়ের প্রতিও রয়েছে আলাদা ভালবাসা
advertisement
6/6
সুহানির বাবা সুদীপ্ত নন্দী পেশায় একজন ব্যবসায়ী। মা তিতলি নন্দী গৃহবধূ হলেও তিনি নিজেও একজন শিল্পী। বর্তমানে মেয়ের ভবিষ্যৎ গড়তে সবকিছু থেকে নিজেকে কিছুটা দূরে রেখে পুরো সময়টাই দিচ্ছেন সুহানিকে তার লক্ষ্যে পৌঁছে দিতে। সব মিলিয়ে এই খুদে শিল্পীর সাফল্যে এখন রীতিমতো গর্বিত মধ্যমগ্রাম দেবীগড় এলাকা। সুহানি নন্দীর এই সাফল্য আগামী দিনে আরও অনেক শিশুকে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা