Dev-Subhashree: মুক্তির ১০ মাস আগেই টিকিট বুকিং! দেবের নতুন স্ট্রাটেজি ঘিরে টলিউডে বিতর্ক, ষড়যন্ত্রের অভিযোগ অভিনেতা-প্রযোজকের
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Dev-Subhashree: সোমবার লাইভে এসে বড় চমক দিয়েছেন দেব-শুভশ্রী। মুক্তির ১০ মাস আগেই শুরু হয়ে গিয়েছে তাঁদের জুটির ৭ নম্বর ছবির অ্যাডভান্স বুকিং। যা কিনা ভারতীয় ছবিতে আগে কখনো ঘটেনি।
advertisement
1/5

সোমবার লাইভে এসে বড় চমক দিয়েছেন দেব-শুভশ্রী। মুক্তির ১০ মাস আগেই শুরু হয়ে গিয়েছে তাঁদের জুটির ৭ নম্বর ছবির অ্যাডভান্স বুকিং। যা কিনা ভারতীয় ছবিতে আগে কখনো ঘটেনি।
advertisement
2/5
ইতিমধ্যেই কিছু প্রেক্ষাগৃহে ফাস্ট ডে ফাস্ট শোয়ের টিকিট সোল্ড আউট। নতুন স্ট্রাটেজি নিয়েছেন প্রযোজক দেব।
advertisement
3/5
তবে, দেবের অভিযোগ ইন্ডাস্ট্রিতে তার শত্রুর অভাব নেই। টলিউডের অনেক প্রযোজক তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। সেন্সর বোর্ডের কাছেও তার এই নতুন স্ট্র্যাটেজি নিয়ে অভিযোগ জমা পড়েছে।এমনকি টিকিট বুকিং অ্যাপসের কাছেও কমপ্লেন মেল গিয়েছে।
advertisement
4/5
দেবের বক্তব্য যে, 'তিনি বুঝে গিয়েছেন, যে এই লড়াইয়ের অঙ্কটা খুব একটা সহজ হবে না। তবে তিনি বাংলা ছবির স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা পূরণ করবেন।'
advertisement
5/5
টলিউডের অন্দরে দেবের বিরোধিতার করার লোকের যে অভাব নেই সেটাই আরও একবার পরিষ্কার করে দিলেন অভিনেতা প্রযোজক।