Dev: বসন্ত পঞ্চমীতে হলুদ পাঞ্জাবিতে দেব, ফিল্ম প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ডের পুজোয় টেকনিশিয়ানদের সঙ্গে বাণীবন্দনা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Dev: বসন্ত পঞ্চমীতে হলুদ পাঞ্জাবি পরে বাণী বন্দনায় শামিল টলি সুপারস্টার দেব। নিউ থিয়েটার স্টুডিওতে 'ফিল্ম প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ড' এর পুজোয় হাজির হন দেব।
advertisement
1/5

বসন্ত পঞ্চমীতে হলুদ পাঞ্জাবি পরে বাণী বন্দনায় শামিল টলি সুপারস্টার দেব। নিউ থিয়েটার স্টুডিওতে 'ফিল্ম প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ড' এর পুজোয় হাজির হন দেব।
advertisement
2/5
সেখানে টেকনিশিয়ানদের সঙ্গে সময় কাটান দেব। সেই সঙ্গে দেব বলেন যে, যাঁরা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাঁদের কাছে সরস্বতী পূজা সত্যিই স্পেশ‍্যাল। তাই দেব নিজেও তার সমস্ত ছবির স্ক্রিপ্ট মা সরস্বতীর চরণে রেখেছেন।
advertisement
3/5
এবছর আসতে চলেছে দেবের 'অ্যাম্বুলেন্স দাদা', 'টনিক ২' এবং 'দেশু 7' এর নতুন ছবি তাই সব কিছু নিয়ে বিশেষ প্রার্থনা রয়েছে মা সরস্বতীর কাছে দেবের।
advertisement
4/5
এছাড়াও তিনি মনে করেন যে মানুষগুলো পর্দার পেছনে দিনরাত পরিশ্রম করেন সব উৎসবে তাদেরকে সমানভাবে সামিল করা প্রত্যেক আর্টিস্টের কর্তব্য।
advertisement
5/5
সরস্বতী পুজো উপলক্ষে দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্টস অফিসেও পুজো হয়। সেখানে সপরিবার উপস্থিত থাকেন অভিনেতা-সাংসদ।