Detective Charulata: প্রিমিয়ার জমজমাট, হাসি-আড্ডায় মাতল টিম ডিটেকটিভ চারুলতা, কলকাতার খুনের রহস্য কাঁপাচ্ছে এখন বাংলা ওটিটি দুনিয়া
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Detective Charulata Grand Premiere: এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে প্রাইভেট ডিটেক্টিভ চারুলতা মিত্রকে ঘিরে। খুড়তুতো ভাই তপুও তাঁর ছায়াসঙ্গী। সাধারণত মামুলি কেসই আসে তাঁদের হাতে। তবে চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লক হোমসের মতো তাঁরও নামডাক হবে। আর সেই সুযোগটা আসে তাঁর নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যাডির হাত ধরে। এরপর খ্যাতনামা তন্ত্রবিদ পরমা সেনের মৃত্যুতে রহস্য ঘনিয়ে ওঠে। সেই রহস্য উন্মোচন কি করতে পারবে চারু? এর উত্তর পেতে গেলে দেখতেই হবে ‘ডিটেক্টিভ চারুলতা’।
advertisement
1/20

বাঙালি দর্শকদের কাছে বরাবরের পছন্দের বিষয় গোয়েন্দা গল্প। পর্দার গোয়েন্দা মানে দর্শকদের কাছে নস্ট্যালজিয়া। কখনও কাকাবাবু, কখনও ফেলুদা-ব্যোমকেশ-মিতিন মাসী, এবার সেই তালিকায় নাম লেখাতে হাজির প্রাইভেট ডিটেক্টিভ চারুলতা মিত্র। নাহ, তিনি একা নন, সঙ্গী রয়েছেন তার খুড়তুতো ভাই তপু সাধারণত মামুলি কেস নিয়েই ব্যস্ত থাকে সে। কিন্তু চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লকের মতো তারও নামডাক যশ প্রতিপত্তি হবে।
advertisement
2/20
রহস্য ঘনিয়ে ওঠে যখন খ্যাতনামা তন্ত্রবিদ শ্রীমতী পরমা সেন নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন এবং অবিশ্বাস্যভাবে সেটি সত্যিও হয়ে যায়। অন্ধবিশ্বাসে ভরা রহস্যের জাল কাটিয়ে বাস্তববাদী চারু যখন এই তদন্তের গভীরে পৌঁছোতে যায়, সামনে আসে একের পর এক রহস্যময় মৃত্যু। কলকাতার বুকে এক সিরিয়াল কিলিংয়ের ঘটনা, যা রয়ে গিয়েছে লোকচক্ষুর অন্তরালে। চারু কি পারবে এমন এক রহস্য ভেদ করতে? তার জন্য ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে অবশ্যই দেখতে হবে ‘ডিটেকটিভ চারুলতা’ সিরিজটি ৷ সম্প্রতি হয়ে গেল এই সিরিজের প্রিমিয়ার ৷
advertisement
3/20
সিরিজের কেন্দ্রীয় গোয়েন্দা চরিত্র চারুলতা (সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়), তার সহকারী খুড়তুতো ভাই তোপু (দেবমাল্য গুপ্ত)। এই জুটির বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লক হোমসের মতো তাদেরও নামডাক, যশ, প্রতিপত্তি হবে। তন্ত্রবিদ পরমা সেনের মৃত্যুরহস্য সমাধানে জড়িয়ে পড়ে তারা। রহস্যের গভীরে প্রবেশ করে চারু জানতে পারে, এই ঘটনার সঙ্গে কলকাতার বুকে একটি সিরিয়াল কিলিংয়ের যোগসূত্র রয়েছে। চারু শেষ পর্যন্ত রহস্যের সমাধান করতে পারবে কি না, তার উত্তর পেতেই দেখতে হবে এই সিরিজ ৷
advertisement
4/20
সিরিজটির পরিচালনায় জয়দীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আদর্শ সহকারীর ভূমিকায় দেবমাল্য একেবারে যথাযথ, এবং জেন-জি কেরিয়ারিস্ট মারোয়ারি মেয়ে ম্যাডির সঙ্গে তার প্রেমের দৃশ্যগুলো মন ভাল করে দেবে। সিধু-র চরিত্রে মল্লিকা দি, যে কিনা চারুর পরামর্শদাত, এই চরিত্রটি সিধু জ্যাঠা এবং মাইক্রফট হোমসের মতো কাল্ট চরিত্র থেকে অনুপ্রাণিত, আর সেটি মল্লিকাদি পর্দায় অনায়াস দক্ষতায় ফুটিয়ে তুলেছেন।”
advertisement
5/20
সিরিজে এই চারুই হয়ে উঠেছেন অভিনেত্রী সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়। বরাবরই অন্যস্বাদের কাজে বিশ্বাসী তিনি। তাঁর কথায়, “যখন আমরা “গোয়েন্দা” শব্দটি ভাবি, তখন আমাদের মনে একটি নির্দিষ্ট ধরনের ছবি ভেসে ওঠে। একজন মধ্যবয়স্ক বুদ্ধিমান পুরুষ, যিনি সমস্ত রহস্য সমাধান করতে প্রস্তুত। সেই ধারণা থেকে বেরিয়ে এসে একজন তরুণী একই কাজ করছে – এই ভাবনাটাই আমার খুব ভাল লেগেছিল।”
advertisement
6/20
ইস্ট ইন্ডিয়া টকিজ ও হোয়াইট আউল এন্টারটেনমেন্ট প্রযোজিত এই সিরিজটি পরিচালনা করছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেবমাল্য গুপ্তা, চৈতি ঘোষাল, অনুজয় চট্টোপাধ্যায়, পামেলা কাঞ্জিলাল, মল্লিকা মজুমদার, মানস মুখোপাধ্যায়, সন্মিত্র ভৌমিক, পূজা সরকার এবং সবুজ বর্ধনের মতো অভিনেতা-অভিনেত্রীদের।
advertisement
7/20
এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে প্রাইভেট ডিটেক্টিভ চারুলতা মিত্রকে ঘিরে। খুড়তুতো ভাই তপুও তাঁর ছায়াসঙ্গী। সাধারণত মামুলি কেসই আসে তাঁদের হাতে। তবে চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লক হোমসের মতো তাঁরও নামডাক হবে। আর সেই সুযোগটা আসে তাঁর নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যাডির হাত ধরে। এরপর খ্যাতনামা তন্ত্রবিদ পরমা সেনের মৃত্যুতে রহস্য ঘনিয়ে ওঠে। সেই রহস্য উন্মোচন কি করতে পারবে চারু? এর উত্তর পেতে গেলে দেখতেই হবে ‘ডিটেক্টিভ চারুলতা’।
advertisement
8/20
অভিনেত্রী চৈতি ঘোষাল
advertisement
9/20
অভিনেত্রী মল্লিকা মজুমদার
advertisement
10/20
অভিনেত্রী পামেলা কাঞ্জিলাল
advertisement
11/20
অভিনেতা সন্মিত্র ভৌমিক
advertisement
12/20
অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়
advertisement
13/20
অভিনেত্রী পূজা সরকার
advertisement
14/20
ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের কর্ণধার নীরজ তাঁতিয়া
advertisement
15/20
অভিনেত্রী স্বীকৃতি মজুমদার
advertisement
16/20
অভিনেতা সবুজ বর্ধন
advertisement
17/20
অভিনেত্রী মধুমিতা সেনগুপ্ত
advertisement
18/20
অভিনেতা দেবমাল্য গুপ্ত
advertisement
19/20
অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী
advertisement
20/20
সায়ন্তনী মুখোপাধ্যায়