Deepika Padukone: সাফল্য আর ফুরিয়ে যাওয়া... পরিবর্তন আনার চেষ্টা অন্তঃসত্ত্বা দীপিকার! কী এমন হল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Deepika Padukone: মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোণ। শুরু হতে চলেছে জীবনের নতুন অধ্যায়। তার মাঝেই সাফল্য এবং পরিবর্তন নিয়ে নিজের মনের কথা প্রকাশ করলেন তিনি।
advertisement
1/6

মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোণ। শুরু হতে চলেছে জীবনের নতুন অধ্যায়। তার মাঝেই সাফল্য এবং পরিবর্তন নিয়ে নিজের মনের কথা প্রকাশ করলেন তিনি।
advertisement
2/6
ইনস্টাগ্রামে একটি উক্তি পোস্ট করেছেন দীপিকা। বাংলায় অনুবাদ করলে যার সারমর্ম, চারদিকে তাকিয়ে দ্যাখো তুমি কোথায় দাঁড়িয়ে। সাফল্যের সংজ্ঞা পরিবর্তনের জন্য কী কী করা যায়, সেই দিকেও নজর দাও। যাতে তোমার পরে আসা নারীদের সাফল্য আর ফুরিয়ে যাওয়ার মধ্যে যে কোনও একটাকে বেছে না নিতে হয়।'
advertisement
3/6
বলিউডকে আগাগোড়াই পুরুষশাসিত ইন্ডাস্ট্রি বলে ধরে নেওয়া হয়। পারিশ্রমিক হোক বা সম্মান, নায়করা যেন সব সময়ই নায়িকাদের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকেন।
advertisement
4/6
আগামী দিনে যাতে অসাম্যের সেই ছবি বদলায়, তার চেষ্টাই কি করতে চাইছেন দীপিকা? নারীদের সাফল্যের পথ খানিক মসৃণ করে দিতে চাইছেন? তাঁর পোস্ট দেখে সেরকমই আন্দাজ করা যায়।
advertisement
5/6
দিন কয়েক আগেই মা-বাবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন দীপিকা এবং রণবীর। চলতি বছরের সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান।
advertisement
6/6
দীপিকার হাতে এখন একাধিক কাজ। প্রভাসের সঙ্গে পর্দায় দেখা যাবে তাঁকে। তবে যাবচীয় ব্যস্ততার মাঝেই নতুন অতিথির অপেক্ষায় বুঁদ তিনি।