Jawan Shah Rukh Khan: প্রাণের বন্ধু শাহরুখ! তাঁর জওয়ান-এ অভিনয়ের জন্য কত আয় দীপিকার, ফাঁস করলেন নিজেই
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Jawan Shah Rukh Khan ছবির দ্বিতীয়ার্ধ জুড়ে রইলেন দীপিকা পাড়ুকোণ। নিছকই 'ক্যামিও '-তে সীমিত থাকলেন না পর্দার শান্তিপ্রিয়া। বরং তার উর্ধ্বে গিয়ে আতলীর ম্যাগনাম ওপাস-এর এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠলেন।
advertisement
1/5

'জওয়ান'-এর ক্রেডিট রোলে তাঁর নামের উপরে লেখা ছিল 'অতিথি শিল্পী'। আশা করা হয়েছিল, ছবিতে কয়েক মুহূর্তের জন্য দেখা যাবে তাঁকে। কিন্তু ছবির দ্বিতীয়ার্ধ জুড়ে রইলেন দীপিকা পাড়ুকোণ। নিছকই 'ক্যামিও '-তে সীমিত থাকলেন না পর্দার শান্তিপ্রিয়া। বরং তার উর্ধ্বে গিয়ে আতলীর ম্যাগনাম ওপাস-এর এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠলেন।
advertisement
2/5
বলিউডের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, 'জওয়ান'-এ অভিনয়ের জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন দীপিকা। কিন্তু সেই তথ্য আদৌ কতটা সত্য? তা নিয়ে ধোঁয়াশা ছিলই।অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে উত্তর দিলেন দীপিকা স্বয়ং।
advertisement
3/5
শুক্রবার 'জওয়ান'-এর সাফল্য বৈঠকে গিয়ে দীপিকা জানান, বন্ধু শাহরুখের ছবিতে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিকই দাবি করেননি তিনি। অতীতে '৮৩', 'সার্কাস'-এর মতো ছবিগুলিতেও অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিগুলির জন্যও কোনও অর্থ নেননি বলে জানিয়েছেন দীপিকা।
advertisement
4/5
শাহরুখের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন দীপিকা। পরবর্তীতেও তাঁর সঙ্গে একাধিক সফল ছবি করেছেন। পেশাগত গণ্ডি পেরিয়ে বহু আগেই দু'জনের সম্পর্কে বসেছে বন্ধুত্বের তকমা। তাই শাহরুখের ছবিতে কাজের জন্য কোনও অর্থই দাবি করতে চান না অভিনেত্রী।
advertisement
5/5
'জওয়ান'-এর সাফল্য বৈঠকে দীপিকা বলেন, "আমরা একে অপরের লাকি চার্ম। কিন্তু আমাদের সম্পর্কটা তারও উপরে। একে অপরের প্রতি এক ধরনের দায়িত্ববোধ কাজ করে আমাদের।" চার বছরের অন্তরাল কাটিয়ে শাহরুখের ফেরার সঙ্গীও ছিলেন দীপিকাই। 'পাঠান'-এর হাত ধরে যে সফর নতুন করে বাদশা শুরু করেন, সেই সফরের পরবর্তী অধ্যায়েও রইলেন দীপিকা।