Deepika Padukone Baby Bump: নকল নয়! নিন্দকদের জবাব দিয়ে বেবি বাম্পের ছবি দীপিকার, সন্তানের জন্মতারিখ কি মিলে যাবে প্রাক্তন প্রেমিকের সঙ্গে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Deepika Padukone Baby Bump: গত ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবর জানিয়েছিলেন তারকা দম্পতি। তখনই তাঁরা বলে দিয়েছিলেন যে সেপ্টেম্বর মাসে মা হবেন দীপিকা। সম্প্রতি তারিখ জানা গেল সন্তান আগমনের।
advertisement
1/7

মাতৃত্বের অপরূপ দৃশ্য। সৌজন্যে দীপিকা পাড়ুকোন। সৌন্দর্যের সংজ্ঞা তৈরি করলেন বলিউড অভিনেত্রী। মা হওয়ার আগে ফোটোশ্যুট করে তাক লাগিয়ে দিলেন নায়িকা। সঙ্গী, স্বামী রণবীর সিং।
advertisement
2/7
অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেওয়ার পর থেকেই নানাভাবে কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছিল তাঁকে। নিন্দকদের দাবি ছিল, তাঁর বেবি বাম্প আসল নয়, নকল। সমস্ত কটূক্তিকে ধুলিস্যাৎ করে ছবি পোস্ট করলেন দীপিকা।
advertisement
3/7
১৪টি ছবিতে অসম্ভব সুন্দরী হবু মা। প্রাণবন্ত দেখাচ্ছে স্বামী-স্ত্রীকে। কোথাও স্বামীর সঙ্গে বসে, কোথাও বা আনন্দে-উল্লাসে হাত তুলে, কোথাও বা চুলে ঢেকে রয়েছে তাঁর শরীর।
advertisement
4/7
গত ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবর জানিয়েছিলেন তারকা দম্পতি। তখনই তাঁরা বলে দিয়েছিলেন যে সেপ্টেম্বর মাসে মা হবেন দীপিকা। সম্প্রতি তারিখ জানা গেল সন্তান আগমনের।
advertisement
5/7
নিউজ18-এর একটি রিপোর্ট অনুসারে, দীপিকা আগামী ২৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন। তবে মজার বিষয় হল এই দিনটি এক বলিউড অভিনেতার জন্ম তারিখ। তিনি হলেন রণবীর কাপুর।
advertisement
6/7
যদি তারিখের খবর সত্যি হয়, তবে দীপিকার প্রাক্তন প্রেমিক এবং তাঁর সন্তানের জন্মদিন একই দিনে।
advertisement
7/7
মা হওয়ার পরে দীপিকা কিছুদিন অভিনয় থেকে বিরতি নেবেন। রিপোর্ট অনুযায়ী, সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন। ছুটির পরে অমিতাভ বচ্চন, কমল হাসান এবং প্রভাসের সঙ্গে কল্কি ২৮৯৮ এডি সিক্যুয়েলের কাজ শুরু করবেন।