TRENDING:

Bollywood Gossip: বিরাট-অনুষ্কার পথ অনুসরণ দীপিকা-রণবীরের? এবার সন্তানকে বড় করা নিয়ে বিরাট সিদ্ধান্ত, ঘরের খবর বাইরে

Last Updated:
মা বাবা হিসেবে বিরাট-অনুষ্কার দেখানো কোন পথ বাছলেন দীপিকা রণবীর? বড় চর্চা নেট দুনিয়ায়
advertisement
1/10
বিরুষ্কার পথ অনুসরণ দীপবীরের?সন্তান বড় করা নিয়ে বিরাট সিদ্ধান্ত,ঘরের খবর বাইরে
ফুটেফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাডুকোন৷ স্বামী রণবীর সিং এখন সবসময় তাঁর পাশে৷ এখন সন্তানকে কেন্দ্র করে জীবন কাটবে তারকা দম্পতীর৷ সেই ভাবে তৈরি হচ্ছেন মা দীপিকা ও বাবা রণবীর৷ ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দীপিকা৷ তাঁকে বাড়ি নিয়ে গিয়েছেন রণবীর৷
advertisement
2/10
এর আগে মেয়ের নাম বিবেচনা নিয়ে তাঁরা নাকি বিরাট-অনুষ্কার পথে হাঁটতে পারেন এমন জল্পনা ছিল৷ বিরাট কন্যা ভামিকার নামের মতো তাঁদের মেয়ের নাম রাধিকা রাখতে পারেন, নেট মাধ্যমে তাঁদের পরামর্শ দিয়েছেন অনেক ভক্ত৷ দীপিকা ও রণবীরের মেয়ের নাম রাধিকা, বা রুহনি রাখতে পারেন, এমন বলছেন ভক্তরা৷
advertisement
3/10
দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরের ভক্তরা ‘আর’ অক্ষর দিয়ে শুরু করে তাঁদের মেয়ের জন্য একটি নাম প্রস্তাব করেছেন। এই নামটি হল রবিকা, যা দুটি নামের সমন্বয়ে তৈরি হয়েছে। এই নামটি বিরাট কোহলি এবং আনুশকা শর্মার মেয়ে ভামিকার মতো শোনাচ্ছে। ‘K’ অক্ষরটি দীপিকার কাছ থেকে নেওয়া হয়েছে এবং ‘R’ এবং ‘V’ অক্ষর নেওয়া হয়েছে রণবীরের কাছ থেকে। একজন ব্যবহারকারী দীপিকা ও রণবীরের নাম মিলিয়ে ‘রাধিকা’ নামটি সাজেস্ট করেছেন, অন্য কেউ ‘রুহানি’ সাজেস্ট করেছেন।
advertisement
4/10
কী নাম তাঁরা রাখেন সেটা তো সময় বলবে, তবে আপাতত অনুষ্কার পথ অনুসরণ করতে চলেছেন দীপিকা, এমন শোনা যাচ্ছে৷ অনুষ্কা যেমন নিজের কাজ থেকে অনেকটা সরে গিয়ে সন্তান মানুষ করছেন একা হাতে, দীপিকাও সেই পথ বেছে নিতে পারেন বলে শোনা যাচ্ছে৷ এক্ষেত্রে ঐশ্বর্য রাইও তেমনই করেছিলেন৷
advertisement
5/10
কর্মরত মায়েরা বাচ্চাদের দেখভালের জন্য ন্যানি বা আয়া রেখে থাকেন৷ তাঁরা অনেকটা সময় বাচ্চাদের বড় করে তোলেন৷ যেমন করিনা কাপুরের দুই ছেলে তৈমুর এবং জে-কে তাঁদের ন্যানির সঙ্গে দেখা যায়, ঐশ্বর্য বা অনুষ্কা কিন্তু সেই ধারা অনেকটা পাল্টেছেন৷ তাঁরা অনেকটা সময় সন্তানের সঙ্গে থাকে, সন্তানকে বড় করার মূল কাজটা তাঁরাই করেন৷
advertisement
6/10
শোনা যাচ্ছে দীপিকাও নাকি সেভাবে মেয়েকে বড় করতে চান৷ এবং রণবীর সবসময় তাঁর পাশে থাকছেন, তাঁকে সাহায্য করছেন৷
advertisement
7/10
একই ভাবে সন্তানের মুখে দেখানোর ক্ষেত্রেও কোনও তাড়াহুড়ো নেই দীপবীরের৷ সঠিক সময় এই তারকা দম্পতি মেয়ের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেবেন বলে খবর৷
advertisement
8/10
ভাল বোঝাই যাচ্ছে দীপ-বীরের মেয়ের নাম জানতে এবং মুখ দেখতে আরও অপেক্ষা করতে হবে তাঁদের ভক্তদের৷
advertisement
9/10
মা-বাবা দু’জনেই বলিউডের সুপারস্টার৷ বিশ্বজোড়া তাঁদের খ্যাতি৷ ফলে তাঁদের সন্তান যে সোনায় মোড়া কপাল নিয়ে জন্মেছে, সে তো বলাই বাহুল্য৷ আপাতত মেয়েকে নিয়ে সময় কাটাবেন বাবা-মা৷
advertisement
10/10
আপাতত দীপিকা কাজ থেকে বিরতি নিয়েছেন৷ রণবীরের ছবি সিংঘম এগেন এবং ডন থ্রি-তে তাঁকে দেখা যাবে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: বিরাট-অনুষ্কার পথ অনুসরণ দীপিকা-রণবীরের? এবার সন্তানকে বড় করা নিয়ে বিরাট সিদ্ধান্ত, ঘরের খবর বাইরে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল