TRENDING:

Yami Gautam in Benarasi Saree: বেনারসি পছন্দ করেন? ইয়ামি গৌতমের এই শাড়ির দাম আপনার আন্দাজেরও বাইরে!

Last Updated:
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বাঙালির প্রিয় বেনারসি শাড়িতে সেজে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ( Yami Gautam in Benarasi Saree)।
advertisement
1/6
বেনারসি পছন্দ করেন? ইয়ামি গৌতমের এই শাড়ির দাম আপনার আন্দাজেরও বাইরে!
বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বাঙালি মেয়ের চরিত্রেই। আয়ুষ্মান খুরানার সঙ্গে 'ভিকি ডোনার' ছবি দিয়ে বলিউডে কাজ শুরু করেছেন ইয়ামি গৌতম। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বাঙালির প্রিয় বেনারসি শাড়িতে সেজে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ( Yami Gautam in Benarasi Saree)।
advertisement
2/6
ইনস্টাগ্রামে ইয়ামি শাড়ি পরা একাধিক ছবি শেয়ার করেছেন। সেজেছেন মিনিমাল মেক-আপে। রয়েছে চিরপরিচিত খোঁপা ও তার সঙ্গে মানানসই সোনার গয়না।
advertisement
3/6
গত ৪ জুন, ২০২১ বলিউড পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিয়ে করেছেন ইয়ামি গৌতম। সেই হিসেবে তিনি এখন একেবারেই নববধূ। তাই বেনারসি ও সোনার গয়নায় সেজে নতুন বউদের জন্য দারুণ লুক শেয়ার করেছেন অভিনেত্রী।
advertisement
4/6
ম্যাজেন্টা রঙের বেনারসির সঙ্গে তিনি মিক্স ও ম্যাচ করেছেন সবুজ ফুল হাতা ব্লাউজ। সামনের শারদীয়ায় বাঙালি নববধূরা বা মহিলারা সহজেই ইয়ামির এই লুক আপন করে নিতে পারেন। জানা গিয়েছে, একায়া বেনারস-এর ডিজাইন করা এই বেনারসির দাম ১ লক্ষ ৬০ হাজার টাকা।
advertisement
5/6
ম্যাজেন্টা রঙের এই বেনারসি সিল্কের উপর জরির কাজে তৈরি। তাতে বড় বড় ফুলের মোটিফ রয়েছে। ট্র্যাডিশনাল জামদানি শিল্পের থেকেই এটি অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন ডিজাইনার।
advertisement
6/6
কাজের দিক থেকে আপাতত 'ভূত পুলিশ' ছবির মুক্তির অপেক্ষায় ইয়ামি। সাজের দিক থেকে প্রায় প্রতিদিনই নতুন নতুন চমক শেয়ার করছেন নায়িকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Yami Gautam in Benarasi Saree: বেনারসি পছন্দ করেন? ইয়ামি গৌতমের এই শাড়ির দাম আপনার আন্দাজেরও বাইরে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল