TRENDING:

তখন কনক্রিটের উপর পড়ে দিব্যা ভারতীর দেহ... নায়িকার মৃত্যু নিয়ে আজও রহস্য, কী হয়েছিল মৃত্যুর দিন?

Last Updated:
সেই অভিশপ্ত দিন। মৃত্যুর আগে ঠিক কী করছিলেন দিব্যা?
advertisement
1/6
তখন কনক্রিটের উপর পড়ে দিব্যা ভারতীর দেহ...আজও রহস্য, কী হয়েছিল মৃত্যুর দিন ?
৪৬ তম জন্মদিন দিব্যা ভারতীর। 'তোলপাড়' ফেলা 'দিওয়ানা' তারকার মৃত্যু আজও রহস্যে মোড়া ঠিক কী হয়েছিল দিব্যার সঙ্গে ? মৃত্যুর আগের মুহূর্তগুলো কেমন ছিল ?
advertisement
2/6
মুম্বইয়ের ভারসোভায়, একটি পাঁচ তলা বহুতল থেকে পড়ে মৃত্যু হয় দিব্যার। দাবানলের মত ছড়াতে থাকে নানা জল্পনা কল্পনা...দুর্ঘটনা না আত্মহত্যা না খুন? পুলিশি তদন্ত শুরু হয়, কিন্তু প্রমাণের অভাবে ১৯৯৮ সালে তদন্ত বন্ধ হয়ে যায়!
advertisement
3/6
কী হয়েছিল দিব্যার সঙ্গে ? নানা মুণির নানা মত! প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে সাজিদ নাদিওয়ালার নাম। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, সাজিদ নাদিওয়ালার সঙ্গে আন্ডারওয়র্লড-এর যোগাযোগ, মায়ের সঙ্গে বিবাদ... অশান্তির জেরে অবসাদে ভুগছিলেন নায়িকা!
advertisement
4/6
সেই অভিশপ্ত দিন। মৃত্যুর আগে ঠিক কী করছিলেন দিব্যা? জানা যায়, সেদিন রাত দশটার সময় দিব্যার ফ্ল্যাটে এসেছিলেন ডিজাইনার নীতা লুল্লা ও তাঁর স্বামী। অনেক রাত পর্যন্ত চলতে থাকে আড্ডা, মদ্যপান। ছিলেন দিব্যার সর্বক্ষণের সঙ্গী অর্মিতাও। অমৃতা রান্নাঘরে কিছু কাজে গেলে দিব্যা জানলার কাছে এগিয়ে যান। কিন্তু তখনও অমৃতার সঙ্গে চেঁচিয়ে কথা বলে যাচ্ছিলেন। সেই সময় নীতা ও তাঁর স্বামী টিভিতে ভিডিও দেখতে ব্যস্ত!
advertisement
5/6
দিব্যার ফ্ল্যাটে কোনও বারান্দা না থাকলেও একটা বড় গ্রিলছাড়া জানলা ছিল। সামনের দিকে একটা সরু পাটাতন। ঠিক নীচেই পার্কিং লট। সেদিন সেখানে কোনও গাড়ি পার্ক করা ছিল না। দিব্যা সেই পাটাতনে উঠে বসেন। পিছন দিকে ঘুরে জানলার ফ্রেম ধরতে গিয়েই নাকী নিয়ন্ত্রণ হারিয়ে নীচে কনক্রিটের উপর পড়ে যান দিব্যা।
advertisement
6/6
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দিব্যাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও শ্বাস চলছিল! কিন্তু আর যুঝতে পারেন না...মুম্বইয়ের কুপার হাসপাতালের এমার্জেন্সি বিভাগে লড়াই শেষ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
তখন কনক্রিটের উপর পড়ে দিব্যা ভারতীর দেহ... নায়িকার মৃত্যু নিয়ে আজও রহস্য, কী হয়েছিল মৃত্যুর দিন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল