নিক-প্রিয়াঙ্কার জীবনে এল নতুন অতিথি, জোনাস পরিবারে খুশির হাওয়া
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

*লকডাউনের মধ্যেই নিক-প্রিয়াঙ্কার জীবনে এল নতুন অতিথি। তাকে নিয়ে এখন খুশির বন্যা বইছে গোটা পরিবারে। জানিয়েছেন, নতুন সদস্যকে দত্তক নিয়েছেন তাঁরা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/6
*অতিথির বয়স মাত্র কয়েকদিন। কিন্তু এখন তার ছোট ছোট হাত-পা’য়েই মজেছেন জোনাস দম্পতি। আহ্লাদে আটখানা হয়ে একরত্তিকে কোলে নিয়ে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করে ফেলেছেন পিগি চপস। ছবির ক্যাপশনে লেখেন, “আমাদের নতুন পরিবারের পারফেক্ট চিত্র। পাণ্ডাকে পরিবারে স্বাগত।" ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/6
*পাণ্ডা আদপে হাস্কি এবং অস্ট্রেলিয়ান শেপার্ডের মিক্সড ব্রিড। প্রিয়াঙ্কা আরও লিখেছে, কয়েক সপ্তাহ আগেই পাণ্ডাকে উদ্ধার করেছেন তাঁরা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/6
*পাণ্ডা একা নয়। জোনাস পরিবারে আগে থেকেই রয়েছে জিনো এবং ডায়ানা। পাণ্ডার সঙ্গে সঙ্গে তাদের ছবিও পোস্ট করেন প্রিয়াঙ্কা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/6
*প্রসঙ্গত, ২০১৮-এর ডিসেম্বরে নিক এবং প্রিয়াঙ্কা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে কখনও বিদেশে আবার কখনও মুম্বইয়ে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/6
*তবে লকডাউনে নিকের সঙ্গে বিদেশেই কাটাচ্ছেন। ইনস্টাগ্রামে রোজই পোস্ট করছেন তাঁদের ‘কোয়ালিটি টাইম’ কাটানোর নানা মুহূর্ত। তবে সন্তানদের সঙ্গে ছবি তুলতে তিনি বরাবরই ভালবাসেন পিগি চপস, তা তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট। ছবিঃ ইনস্টাগ্রাম।