পর্দায় চুমু হোক বা স্বমেহন সবেতেই কিয়ারা সবার আগে ! দেখে নিন জন্মদিনের কিছু বিশেষ ছবি
Last Updated:
আজ তাঁর জন্মদিন। আজ কিয়ারা ২৭ বছরে পা দিলেন।
advertisement
1/5

কিয়ারা আডবানি বলিউডে তাঁর প্রথম ছবি করেছিলেন 'ফুগলি'তে। প্রথম ছবিতেও নজর কেড়েছিলেন কিয়ারা। আজ তাঁর জন্মদিন। আজ কিয়ারা ২৭ বছরে পা দিলেন। photo source Instagram
advertisement
2/5
করণ জোহরের 'লাস্ট স্টোরিস'-এ পর্দায় স্বমেহনের দৃশ্যে অভিনয় করেছিলেন কিয়ারা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। সমালোচনার মুখে পড়তে হয়েছিল কিয়ারাকে। photo source Instagram
advertisement
3/5
সেখানেই থেমে যাননি তিনি। ভাল কাজ করলে তো সমালোচনা হবেই। কিয়ারা 'এম এস ধোনি'-তেও নিজের অভিনয় দিয়ে কেটেছিলেন দর্শকের মনে। photo source Instagram
advertisement
4/5
তাঁর সব অভিনয়কে ছাপিয়ে যায় 'কবীর সিং'-এর কাজ। এই ছবিতে শাহিদ কাপুরের সঙ্গে জমিয়ে কাজ করেছেন কিয়ারা। তাঁর অভিনয় দেখে আরো একবার মুগ্ধ হয়েছেন দর্শক। photo source Instagram
advertisement
5/5
কিয়ারার জীবনের সবচেয়ে সফল ছবি 'কবীর সিং'। এই ছবিতে শাহিদের সঙ্গে তাঁর চুমুর দৃশ্য আবারও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আজ জন্মদিনে নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন কিয়ারা। photo source collected