' অজয়ের জন্যই আমার বিয়ে হয়নি ', মুখ খুললেন তব্বু
Last Updated:
তব্বু কেন আজও সিঙ্গল ?
advertisement
1/5

তিনি সুন্দরী, তিনি সফল, তিনি সিঙ্গল! আর এই 'সিঙ্গল' থাকা নিয়ে বরাবরই প্রশ্নের মুখোমুখি পড়তে হয় বলিটাউনের খ্যাতনামা অভিনেত্রী তব্বুকে।
advertisement
2/5
কেন আজও অবিবাহিত তব্বু ? নায়িকাকে এই প্রশ্ন করতেই উত্তর মেলে, '' আমার বিয়েই হল না অজয় দেবগনের জন্য!''
advertisement
3/5
কিন্তু কেন? তাঁদের মধ্যে কী কোনও সম্পর্ক ছিল ? না রয়েছে অন্য কোনও কারণ ? কৌতূ্হল মেটালেন খোদ অভিনেত্রীই!
advertisement
4/5
তব্বু জানান, অজয় দেবগন আর তাঁর যোগাযোগ দীর্ঘদিনের। পেশাদার ক্ষেত্র টপকে বহুকাল আগেই সম্পর্ক গড়িয়েছে পারিবারিক স্তরে।
advertisement
5/5
তব্বুর রসিক উত্তর, যৌবনের দিনগুলোতে তব্বুর বোন সমীরা এবং অজয় মিলে নাকি যে ছেলেই তব্বুর সঙ্গে কথা বলতে চাইত তাঁদের হঠিয়ে দিত। এই কারণেই কোনও সম্পর্ক গড়ে উঠতে পারেনি।