TRENDING:

চোখে, ঠোঁটে, হাঁটুতে আঘাত! সুশান্তকে খুনই করা হয়েছে, ভার্চুয়াল ময়নাতদন্তে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের চিকিৎসকের

Last Updated:
আত্মহত্যা নয় খুন! তাও ১৪ জুন নয়, ১৩ জুন রাতে! সম্প্রতি এমনই দাবি তুললেন প্রতিরক্ষা মন্ত্রকের অর্ডিন্যান্স হাসপাতালের চিকিৎসক মীনাক্ষি মিশ্রা
advertisement
1/6
শরীরে একাধিক আঘাত! সুশান্তকে খুনই করা হয়েছে, দাবি প্রতিরক্ষা মন্ত্রকের চিকিৎসকের
আত্মহত্যা নয় খুন! তাও ১৪ জুন নয়, ১৩ জুন রাতে! সম্প্রতি এমনই দাবি তুললেন প্রতিরক্ষা মন্ত্রকের অর্ডিন্যান্স হাসপাতালের চিকিৎসক মীনাক্ষি মিশ্রা।
advertisement
2/6
এক ভার্চুয়াল ময়নাতদন্তে অর্ডিন্যান্স হাসপাতালের ডার্মাটোলজিস্ট ডঃ মিশ্রার বিস্ফোরক দাবি, ' যেদিন অভিনেতার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়, তার এক দিন আগেই অভিনেতাকে খুন করা হয়েছে!' অর্থাৎ, তাঁর মতে সুশান্তকে 'খুন' করা হয়েছে ১৩ জুন রাতে। তাঁর দাবির স্বপক্ষে তিনি বেশ কিছু প্রমাণ তুলে ধরেছেন! যেমন-- যখন কেউ আত্মহত্যা করেন, চোখ বাইরে ঠেলে বেরিয়ে আসে, মুখের ভিতর থেকে জিভ বাইরের দিকে বেরিয়ে আসে। কিন্তু সুশান্তের ক্ষেত্রে এমনটা ঘটেনি।
advertisement
3/6
চিকিৎসক মীনাক্ষি মিশ্রা জানিয়েছেন, অভিনেতার বাঁ চোখের উপরে এবং চোখের নীচে আঘাতের চিহ্ন রয়েছে, ঠোঁটেও রয়েছে আঘাতের নিশানা। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার সময় এই আঘাতগুলি কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডঃ মিশ্রা।
advertisement
4/6
মীনাক্ষি মিশ্রার দাবি, সুশান্তের গলায় যে দাগ দেখা গিয়েছে, সাধারণত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ক্ষেত্রে তেমন দাগ দেখা যায় না । পাশাপাশি, অভিনেতার হাঁটুতে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসক মনে করছেন, অভিনেতার হাঁটু হয়তো ভেঙে গিয়েও থাকতে পারে।
advertisement
5/6
চিকিৎসকের কড়া দাবি, '' আমি চোখ বন্ধ করে বলতে পারি, এটা আত্মহত্যা নয়, খুন!'' শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছে, যা বোঝাচ্ছে মৃত্যু হয়েছে দেহ উদ্ধারের ১৫-১৮ ঘণ্টা আগে।'' তিনি এও বলেন, ''সকালে অভিনেতা ফলের রস খেয়েছেন, এসব পুরো বানানো গল্প, কারণ সুশান্তক ১৩ জুনই খুন করা হয়েছে।''
advertisement
6/6
মীনাক্ষি মিশ্রা মুম্বই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন! তিনি জানান, '' আত্মহত্যার ক্ষেত্রে ফরেনসিক বিশেষজ্ঞরাই ঝুলন্ত দেহ উদ্ধার করতে পারেন। এক্ষেত্রে তা হয়নি। কাজেই, মুম্বই পুলিশ যে প্রমাণ নষ্টের চেষ্টা করেনি, সেটা কে হলফ করে বলতে পারে?''
বাংলা খবর/ছবি/বিনোদন/
চোখে, ঠোঁটে, হাঁটুতে আঘাত! সুশান্তকে খুনই করা হয়েছে, ভার্চুয়াল ময়নাতদন্তে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের চিকিৎসকের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল