TRENDING:

‌কোনওদিন চিকিৎসকের কাছে জাননি, তবু কে ওষুধ খাওয়াচ্ছিল সুশান্তকে?‌ প্রশ্ন তুললেন সুশান্তের রাঁধুনি

Last Updated:
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নানারকম তত্ত্ব এবার উঠে আসছে।
advertisement
1/5
‌কোনওদিন চিকিৎসকের কাছে জাননি, তবু কে ওষুধ খাওয়াচ্ছিল সুশান্তকে?‌ উঠছে প্রশ্ন
• আগেই মুখ খুলেছিলেন সুশান্তের বাড়ির পরিচারিকা। তিনি নানা অভিযোগ এনেছিলেন সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে। এবার সেই একই সুরে অভিযোগ তুললেন সুশান্তের বাড়ির প্রাক্তন রাঁধুনি। তিনি অভিযোগ করলেন, তাঁকে সরিয়ে দিয়েছিলেন রিয়া চক্রবর্তী। সুশান্তের সব বিষয়টা রীতিমতো রিয়ায় নিয়ন্ত্রণ করতেন।
advertisement
2/5
• কিন্তু তার পাশাপাশি তিনি এও জানিয়েছেন, সুশান্ত ছিলেন ফিটনেস ফ্রিক। তিনি দিনের বেশিরভাগ সময়টা কাটাতেন নিজের ট্রেনারের সঙ্গে। নিয়মিত অনেকটা সময় তিনি ফিটনেসের পিছনে দিতেন। অসুস্থতার কোনও লক্ষণই তাঁর মধ্যে ছিল না।
advertisement
3/5
• ওই রাঁধুনি জানিয়েছেন, কোনওদিন সুশান্তকে আলাদা করে চিকিৎসকের কাছে যেতে দেখেননি। নিয়মিত কোনও অসুখও সুশান্তের ছিল এমনটা নয়। তাহলে কে ওষুধ দিত তাঁকে?‌ কী তাঁকে অবসাদের দিকে ঠেলে দিল?‌
advertisement
4/5
• ওই রাঁধুনি জানিয়েছেন, সুশান্ত ইউরোপ ট্যুর থেকে ফেরার পরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে বাড়ির লোক ভেবেছিলেন, ডেঙ্গু হয়েছে। কিন্তু পরে দেখা যায়, গভীর অবসাদে ভুগছেন তিনি।
advertisement
5/5
• তারপর থেকে অবসাদের ওষুধ খেতে শুরু করেন সুশান্ত। কিন্তু, কখন তিনি চিকিৎসকের কাছে যাবেন, কোন চিকিৎসকের কাছে যাবেন, সবই ঠিক করে দিতেন রিয়া।
বাংলা খবর/ছবি/বিনোদন/
‌কোনওদিন চিকিৎসকের কাছে জাননি, তবু কে ওষুধ খাওয়াচ্ছিল সুশান্তকে?‌ প্রশ্ন তুললেন সুশান্তের রাঁধুনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল