Suhana Khan| Bangla News|| শরীরী ভাঁজে মিশেছে পোশাক! বোল্ড অবতারে ফের আগুন ঝরালেন শাহরুখ-কন্যা সুহানা, দেখুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Suhana Khan: সম্প্রতি সুহানা খান একটি মিরর সেলফি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কালো শরীর জড়িয়ে থাকা পোশাকে তাঁকে লাগছে মোহময়ী।
advertisement
1/11

*সুহানা খান । শাহরুখ খানের মেয়ে। ২০১৯ সালে অভিনয় নিয়ে পড়াশুনো করার জন্য নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন শেষ করে সুহানা। এই মুহূর্তে বিদেশের মাটিতে ফটোশ্যুটে মেতে সুহানা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/11
*বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা খান (Suhana Khan) ইন্ডাস্ট্রি স্টারকিডসদের মধ্যে সেরা৷ বলিউডে এখনও পা রাখেননি তাতেই সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার৷ ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/11
*সম্প্রতি সুহানা একটি মিরর সেলফি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কালো শরীর জড়িয়ে থাকা পোশাকে তাঁকে লাগছে মোহময়ী। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/11
*লম্বা খোলা চুল পড়ে রয়েছে পিঠের ওপর৷ নিচে কোনও পোশাকের বালাই নেই, মনে হলেও হট প্যান্ট পরেছেন সুহানা খান৷ আর ওপরে বুক খোলা শার্ট৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছিলেন তিনি৷ ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/11
*পর্তুগালে ছুটি কাটানোর সময়ে শরীরের সঙ্গে আটকে থাকা লাল রঙের পোশাকে তাঁকে খুবই আকর্ষণীয় দেখাচ্ছিল৷ কানে ছিল সোনালি দুল। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/11
*সুহানা সাদা ও নীল রঙের হট পোশাক পরে পুলের ধারে 'কোলা' নিয়ে বসেছেন। সেই ছবি তুলে দেন মা গৌরি খান। এই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই শুরু হয় শোরগোল। তাতে কমেন্ট করেন শাহরুখও। লেখেন, 'মানে আমি ধরে নিচ্ছি এটা তুমি, আর কোলা জাস্ট একটা ঘটনা, তার পরেও কি আমার অ্যাপ্রিশিয়েট করা উচিত..." ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
7/11
*লেদার প্যান্টে সুহানার গ্ল্যামর যেন আরও খানিকটা বেড়ে গিয়েছে। সূর্যের আভা এসে পড়েছে তাঁর গায়ে।
advertisement
8/11
*শরীরী ভাষায় এক মায়াময়তার সৃষ্টি করেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান৷ শরীর আঙ্কড়ে থাকা পোশাকে ছড়াচ্ছেন উষ্ণতা। ছবিঃ ইনস্টাগ্রাম ৷
advertisement
9/11
*সুহানা চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন ৷ অনেকেই বলছেন স্টুডেন্টস অফ দ্য ইয়ার ৩-তে অভিনয় করতে পারেন সুহানা ৷ ছবিঃ ইনস্টাগ্রাম ৷
advertisement
10/11
*জানা গিয়েছে, ইনস্টাগ্রামে সুহানার মোট ১.৫ মিলিয়ান ফলোয়ার সংখ্যা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
11/11
*উল্লেখ্য, করোনা সংক্রমণে লকডাউনের সময়ে মুম্বইতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন সুহানা ৷ ২০২০-এর শেষের দিকে ফের নিউইয়র্কে ফিরে গিয়েছেন ৷ ছবিঃ ইনস্টাগ্রাম ৷