অন্তর্বাস না পরেই একাধিক ছবি পোস্ট শার্লিন চোপড়ার, সমালোচনায় নেটিজেনরা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এ কেমন ছবি নেট দুনিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী ? বিতর্কের মুখে শার্লিন
advertisement
1/5

দিনে দিনে সোশ্যাল মিডিয়ায় আরও সাহসী হয়ে উঠছেন শার্লিন চোপড়া। তিনি যাই-ই করেন 'ভাইরাল', নেট দুনিয়ায় উষ্ঞতার ঝড় ওঠে। এর আগে কামসূত্র থ্রি-ডিতে অভিনয় করে বিতর্কের ঝড় তুলেছিলেন শার্লিন ৷ এবার অন্তর্বাস না পরেই একগুচ্ছ ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই সমস্ত ছবি নিয়ে বিতর্কর ঝড় তুঙ্গে...
advertisement
2/5
বলিউডে সেভাবে মাটি পাননি শার্লিন ৷ কিন্তু টুকটাক বি গ্রেডের ছবি করে কীভাবে লাইমলাইটের কেন্দ্রে থাকতে হয়, তা তাঁর মোটেই অজানা নয়।
advertisement
3/5
সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে শার্লিন আধশোয়া হয়ে রয়েছেন, পরনে পাতলা একটি নেটের ড্রেস, নেই কোনও অন্তর্বাস।
advertisement
4/5
সোশ্যাল মিডিয়ায় এহেন ছবি পোস্ট করায় উঠেছে সমালোচনার ঝড়!
advertisement
5/5
শার্লিনের ছবিতে দেখা দিয়েছে বিতর্ক! নেটিজেনদে অনেকেই ছবিগুলিকে কুরুচিকর মলে বন্তব্য করেছেন।