TRENDING:

Shah Rukh Khan: বলিউডে আজকের দিনেই 'দিওয়ানা' এক তারকার জন্ম হয়েছিল, নাম শাহরুখ খান!

Last Updated:
বলিউডের রোম্যান্সিং কিং খান অর্থাৎ শাহরুখ খানের (Shah Rukh Khan) ২৯ বছর (29 glorious years) পূর্ণ হল ২৫ জুন।
advertisement
1/6
বলিউডে আজকের দিনেই 'দিওয়ানা' এক তারকার জন্ম হয়েছিল, নাম শাহরুখ খান!
বলিউডের রোম্যান্সিং কিং খান অর্থাৎ শাহরুখ খানের (Shah Rukh Khan) ২৯ বছর (29 glorious years) পূর্ণ হল ২৫ জুন। ১৯৯২ সালের আজকের দিনেই মুক্তি পেয়েছিল শাহরুখ খানের প্রথম ছবি 'দিওয়ানা' (Deewana)। এই ছবি দিয়েই বলিউডে যাত্রাশুরু, তার পর ধীরে ধীরে তিনিই হয়ে উঠলেন বলিউড বাদশা।
advertisement
2/6
বলিউডের শাহরুখের প্রথম ছবি 'দিওয়ানা'-র প্রযোজক গুড্ডু ধানওয়া এদিন বলেছেন, '১৯৯২ সালের ২৫ জুন এক বড় তারকার জন্ম হয়েছিল'। এই ছবির ২৯ বছর পরেও শাহরুখ খান এখনও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বাস করেন। এখনও তাঁর চলনবলন, পোশাক, আদপকায়দা নকল করেন ফ্যানেরা।
advertisement
3/6
মা লতিফ ফতিমা খানের মৃত্যুর পরই শাহরুখ সিদ্ধান্ত নিয়েছিলেন টেলিভিশন থেকে বড় পর্দায় কাজ করার। আর সেই সিদ্ধান্তই হয়ে ওঠে তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। যা এখনও তাঁকে বলিউডের অন্যতম সেরা নায়ক করে তুলেছে ধীরে ধীরে।
advertisement
4/6
দিওয়ানা ছবির জন্য দেড় লক্ষ টাকা পেয়েছিলেন শাহরুখ। আর এখন বলিউড কেন, বিশ্বের তাবড় অভিনেতাদের পারিশ্রমিকের তালিকায় নাম এসে যায় তাঁর। বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে নাম রয়েছেন শাহরুখের। এর পরও কভি হা কভি না ছবিটি শাহরুখ করেছিলেন মাত্র ২৫ হাজার টাকায়, যা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি বলে মনে করেন দর্শকেরা।
advertisement
5/6
দিওয়ানার পর অসংখ্য ছবিতে দর্শকের জনপ্রিয়তা পেয়েছেন শাহরুখ। যার জেরে আজ তিনি বলিউডের কিং খান। রাজু বন গয়া জেন্টলম্যান, ডর, বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল সে, স্বদেশ-এর মতো অসংখ্য হিট ও দারুণ সব ছবি রয়েছেন শাহরুখের কেরিয়ারে।
advertisement
6/6
বিশ্বজুড়ে তারকা হওয়ার পরও কাজ থামেনি শাহরুখের। দিল তো পাগল হ্যায়, মহব্বতেঁ, কভি খুশি কভি গম, বীর জারা, চক দে ইন্ডিয়া, ফ্যান, জিরো, দিলওয়ালের মতো অসংখ্য ছবি করে চলেছেন তিনি। আগামীতে তাঁকে দেখা যাবে পাঠান ছবিতে। তার শ্যুটিংও চলছে জোরকদমে। বৃহস্পতিবার রাতে বলিউডে নিজের কেরিয়ারের ২৯ বছর উপলক্ষে ট্যুইট করেছেন শাহরুখ। ট্যুইটে ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ দিয়েছেন অভিনেতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shah Rukh Khan: বলিউডে আজকের দিনেই 'দিওয়ানা' এক তারকার জন্ম হয়েছিল, নাম শাহরুখ খান!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল