TRENDING:

Salman Khan Niece Alizeh Agnihotri: বলিউডে অভিষেকের অপেক্ষায় সলমানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রী, আচমকা চর্চায় কেন জানেন?

Last Updated:
তিনি সলমান খানের (Salman Khan) ভাগ্নি আলিজে অগ্নিহোত্রী (Salman Khan Niece Alizeh Agnihotri)। সলমানের বোন আলভিরা খান ও তাঁর অভিনেতা-পরিচালক স্বামী অতুল অগ্নিহোত্রীর মেয়ে আলিজে (Alizeh Agnihotri)।
advertisement
1/8
বলিউডে অভিষেকের অপেক্ষায় সলমানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রী, আচমকা চর্চায় কেন?
বলিউডে পা রাখার অপেক্ষায় রয়েছেন আরেক স্টারকিড (Alizeh Agnihotri)। তিনি সলমান খানের (Salman Khan) ভাগ্নি আলিজে অগ্নিহোত্রী (Salman Khan Niece Alizeh Agnihotri)। সলমানের বোন আলভিরা খান ও তাঁর অভিনেতা-পরিচালক স্বামী অতুল অগ্নিহোত্রীর মেয়ে আলিজে (Alizeh Agnihotri)।
advertisement
2/8
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডিং সলমানের ভাগ্নি আলিজে (Salman Khan Niece Alizeh Agnihotri)। কিন্তু কেন? আসলে, একটি গয়না প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে একটি বিজ্ঞাপন শ্যুট করেছিলেন আলিজে। তার ঝলকই নজর কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের।
advertisement
3/8
জানা গিয়েছে, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন সলমানের ভাগ্নি আলিজে (Salman Khan Niece Alizeh Agnihotri)। নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক সুরজ বারজাতিয়ার ছেলে অবনীশ বারজাতিয়া। এই সিনেমার মাধ‌্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন অবনীশ।
advertisement
4/8
বলিউড সূত্রে খবর, এ সিনেমায় আলিজের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা সানি দেওলের পুত্র রাজবীর। রোম্যান্টিক কমেডি ঘরানার সিনেমাটি নির্মাণ করবেন অবনীশ। ছবিতে বাবার সঙ্গে রয়েছেন আলিজে।
advertisement
5/8
অয়ন মুখোপাধ্যায়ের 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' সিনেমার ধাঁচের গল্প হতে পারে এটি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও করা হয়নি।
advertisement
6/8
সলমান খানের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানেই দেখা যায় আলিজেকে। শোনা যায়, ক্যাটরিনা কাইফের সঙ্গেও দারুণ সম্পর্ক তাঁর। ক্যাট সুন্দরীর কাছ থেকে আলিজে মাঝে মাঝে ফিটনেসের পরামর্শও নিয়ে থাকেন।
advertisement
7/8
২০২৯ সালে শোনা গিয়েছিস সলমান খানের 'দাবাং ৩' ছবিতেই ডেবিউ করবেন আলিজে। পরে অবশ্য পরিচালক অতুল খবরটিকে সম্পূর্ণ নস্যাৎ করে দেন।
advertisement
8/8
এরই মধ্যে সোহেল খানের স্ত্রী সীমা খানের ডিজাইনের ব্র্যান্ডিং করেছেন আলিজে। প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের কাছে নাচও শিখেছেন আলিজে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Salman Khan Niece Alizeh Agnihotri: বলিউডে অভিষেকের অপেক্ষায় সলমানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রী, আচমকা চর্চায় কেন জানেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল