advertisement
1/7

• শুধু বলিউড কেন, গোটা দেশেই সম্ভবত তিনি মোস্ট এলিজেবল ব্যাচেলর ৷ ৫৩ বছর বয়স হল নয়কের ৷ এখনও অবশ্য ৩৫-এর যুবক বলেও দিব্যি চালিয়ে দেওয়া যায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
• সলমনের বিয়ে নিয়ে বলিউডে যতই গুঞ্জন থাকুন না কেন, যত নায়িকার সঙ্গেই তাঁর নাম জড়াক না কেন, সলমন এখনও তাঁর ব্যাচেলর লাইফ দারুণ এনজয় করছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
• ২০১৭ থেকে ইতালিয় মডেল-অভিনেত্রী য়ুলিয়া ভান্তুরের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
• ক্যাটরিনার সঙ্গেও নাকি গভীর প্রেমে রয়েছেন ভাইজান, এমনটাও শোনা যায় ৷ কিন্তু বিয়ের পিঁড়িতে বসার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না সলমনের মধ্যে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
• বিয়ে না করলে কী হবে? বাবা হতে চান তিনি বিলক্ষণ ৷ কারণ বাচ্চাদের খুবই ভালবাসেন সলমন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
• সম্প্রতি একটি সাক্ষাৎকারে সলমন জানান, ‘‘আমি বাবা হতে চাই ৷ কিন্তু বাচ্চার সঙ্গে তার মা জড়িয়ে রয়েছেন ৷ আমি মাকে চাই না ৷ বাচ্চার আবার মাকে প্রয়োজন ৷ তাই আমার একটা গোটা গ্রাম রয়েছে ৷ তাদের আমি টেক কেয়ার করি ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
• সলমনের এই মন্তব্য থেকেই বোঝা যাতে ভবিষ্যতেও গাঁটছড়া বাঁধার তেমন কোনও পরিকল্পনা নেই সল্লুভাইয়ের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷