এক নায়িকাকে কথা দিয়েছিলেন, সে কারণেই পর্দায় কখনও চুমু খান না সলমন!
Last Updated:
advertisement
1/6

• তিনি কখনও অনস্ক্রিনে নায়িকাকে চুমু খান না ৷ পর্দায় রোম্যান্টিক দৃশ্যতে আপত্তি নেই ৷ কিন্তু সলমন খানের শর্ত একটাই, নায়িকাকে চুমু খেতে পারবেন না তিনি ৷
advertisement
2/6
• কেন এমন ধনুক ভাঙা পণ করেছিলেন সল্লু ভাই ? এর পিছনে কিন্তু রয়েছে এক নায়িকার হাত ? নিশ্চয়ই ভাবছেন ভাইজান হয়তো তাঁর কোনও প্রেমিকাকে কথা দিয়েছিলেন ৷
advertisement
3/6
• ভাবছেন নিশ্চয়ই রাই সুন্দরী হয়তো তাঁকে কখনও এমন কথা দিয়েছিলেন সলমন ৷ কিন্তু না ৷ বিষয়টা তেমন নয় ৷ একজন নায়িকাকে সলমন এই কথা দিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি তাঁর প্রেমিকা ছিলেন না ৷
advertisement
4/6
• সেটা ১৯৮৯ সাল ৷ চলছে ‘ম্যায়নে প্যায় কিয়া’র শ্যুটিং ৷ নায়িকা ভাগ্যশ্রী ৷ ছবিতে একটি কিসিং সিন ছিল ৷ সেই সিনটি শ্যুট করার সময় ভাগ্যশ্রীর দিকে এগিয়ে যান সলমন ৷ কিন্তু এই সময়ই ভাগ্যশ্রী কেঁদে ফেলেন ৷
advertisement
5/6
• তখনই ভাইজান বুঝতে পারেন, মেয়েরা যাঁকে ভালবাসে না, তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হতে তাঁদের অস্বস্তি হয় ৷ এরপরই তিনি ভাগ্যশ্রীকে কথা দেন ৷
advertisement
6/6
• তখনই সিদ্ধান্ত নেন কখনও পর্দায় কিস না করার ৷