TRENDING:

রাজেশ খান্নাকে নেওয়ার পয়সা ছিল না, বদলে ঋষিকে সিনেমায় চান্স দিলেন বাবা রাজ কাপুর...তারপর ইতিহাস

Last Updated:
advertisement
1/8
রাজেশ খান্নাকে নেওয়ার পয়সা ছিল না, বদলে ঋষিকে সিনেমায় চান্স দিলেন বাবা রাজ কাপুর
• আবার মারাত্মক দুঃসংবাদ । ইরফান খানের মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মৃত্যু হল বলিউডের আরও এক প্রবাদপ্রতীম অভিনেতা ঋষি কাপুরের । তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর ।
advertisement
2/8
• বলিউডের দ্য গ্রেট কাপুর পরিবারের সন্তান তিনি । অভিনয় ছিল তাঁর রক্তে । ১৯৫২-র ৪ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম তাঁর । তাঁর পুরো নাম ঋষি রাজ কাপুর । বাবা রাজ কাপুর আর মা কৃষ্ণা রাজ কাপুর । পিতামহ পৃথ্বীরাজ কাপুর । এই পরিবারে যাঁর জন্ম তিনি যে বিনোদন জগতের এক অন্যতম নক্ষত্র হবেন, তা বলার অপেক্ষা রাখে না ।
advertisement
3/8
• তবে কাপুর পরিবারে জন্ম হলেও ঋষির শুরুটা হয়েছিল বাবা রাজ কাপূরের ‘শ্রী ৪২০’ ছবিতে সাইড রোলে অভিনয় করেই । বিখ্যাত সেই গান ‘প্যায়ার হুয়া...’-তে কয়েকটি বাচ্চার সঙ্গে হেঁটে গিয়েছিলেন তিনি । এটাই ছিল ছোট্ট ঋষির প্রথম অভিনয় ।
advertisement
4/8
• এরপর বাবা রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ ছবি দিয়ে ১৯৭০ সালে চাইল্ড অ্যাক্টর হিসাবে প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি । বড় হয়ে ডিম্পল কাপাডিয়ার বিরোপীতে তাঁর প্রথম ছবি ছিল ‘ববি’ ।
advertisement
5/8
• এই ‘ববি’ ছবিতে কিন্তু অভিনয় করার কথা ছিল না ঋষির । কিন্তু সে সময় রাজেশ খান্নাকে কাস্ট করার মতো টাকা ছিল না রাজ কাপুরের । তাই মিষ্টি টিনএজ লভ স্টোরি দেখাতে ঋষির উপরেই ভরসা করেছিলেন পরিচালক । আর ‘ববি’ হল সুপার ডুপার হিট ।
advertisement
6/8
• তারপর একের পর এক ছবি । একের পর এক অ্যাওয়ার্ডস । জীবনে কোনওদিন থামেননি তিনি । শুধু থেমে গেলেন মৃত্যুর কাছে ।
advertisement
7/8
• ১৯৮০ সালের ২২ জানুয়ারি বিয়ে করেন নিতু সিংকে । জন্ম হয় দুই ছেলে মেযে ঋদ্ধিমা আর রণবীর কাপুরের ।
advertisement
8/8
• ২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ে নায়কের । দীর্ঘদিন নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন তিনি । গত বছর সেপ্টেম্বর মাসে ফিরে আসেন দেশে । মোটামুটি সুস্থই ছিলেন । গতকাল ফের অবস্থার অবনতি হতেই তাঁকে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল । সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
রাজেশ খান্নাকে নেওয়ার পয়সা ছিল না, বদলে ঋষিকে সিনেমায় চান্স দিলেন বাবা রাজ কাপুর...তারপর ইতিহাস
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল