Radhika Apte on nude video leak: ‘নগ্ন দৃশ্য ভাইরাল হওয়ার পর ৪ দিন বাইরে যাইনি’, বললেন রাধিকা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সেই সময় টানা চার দিন বাড়ির বাইরে বের হননি নায়িকা । তাঁর ড্রাইভার কী ভাববেন, এটাই দুশ্চিন্তায় ফেলেছিল তাঁকে ।
advertisement
1/7

• বলিউডের অন্যতম প্রতিভাবান নায়িকাদের অন্যতম রাধিকা আপ্তে । ‘পার্চড’, ‘প্যাডম্যান’, ‘অহল্যা’, ‘বদলাপুর’, ‘অন্ধাধুন’-এর মতো প্রশংসিত ছবিতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি । কিন্তু তাঁর জীবনেও ঘনিয়ে এসেছিল চরম দুঃসময় । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/7
• ‘ক্লিন শেভেন’ ছবির একটি নগ্ন দৃশ্য ভাইরাল হয়ে যায় । এই ঘটনার পর খুবই ভেঙে পড়েছিলেন নায়িকা । বাড়ির বাইরেও বের হতেন না তিনি । কাউকে নিজের মুখ পর্যন্ত দেখাতেন না, সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করলেন বলি-অভিনেত্রী । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/7
• সেই সময় টানা চার দিন বাড়ির বাইরে বের হননি নায়িকা । কারণ ওই লিক হওয়া ছবিটি ছিল সম্পূর্ণ ভুয়ো । কিন্তু ছবির মেয়েটির সঙ্গে তাঁর মুখের অনেক মিল ছিল । রাধিকা বলেন, ‘‘মিডিয়া তাঁকে নিয়ে কী বলল তা নিয়ে চিন্তিত ছিলাম না । কিন্তু আমার ড্রাইভার, কেয়ার টেকার, স্টাইলিস্ট সকলেই ওই ছবির সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছিলেন । এই ঘটনা আমাকে খুব বাজে ভাবে ধাক্কা দিয়েছিল ।’’ ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
4/7
• পরবর্তীতে ‘পার্চড’ ছবিতে অভিনয় করেছেন রাধিকা । লীনা যাদবের এই ছবিতে তাঁকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে দেখা গিয়েছিল তাঁকে । রাধিকা বলেন, ‘‘পার্চড করার সময় আমি নগ্ন হয়েছিলাম । এটা খুব একটা সহজ কাজ নয় । কিন্তু আমার মনে হয়েছিল কারও কাজ থেকে আমার আর কিছু গোপন করার নেই ।’’ ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
5/7
• ‘‘বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে সকলকেই শুনতে হয় তুমি তোমার শরীর নিয়ে কী করছো? কিন্তু আমি আমার শরীর বা মুকের উপর কারসাজি করতে রাজি ছিলাম না । সেই সময়ই আমি পার্চডের মতো ছবি হাতে পাই । এই ছবি আমার কেরিয়ারে খুব গুরুত্বপূর্ণ ছিল’’, বললেন নয়িকা । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/7
• যে ছবিটি ফাঁস হয়েছিল সেটা ছিল নগ্ন অবস্থায় একটি মেয়ের সেলফি । তবে রাধিকা বলেন, ওই ছবি ফাঁস হওয়ার পরেও তাঁর কিছু করার ছিল না । সবচেয়ে ভাল ছিল এটাকে এড়িয়ে যাওয়া । কারণ এর পিছনে কিছু বলা বা করা মানে হল সময় নষ্ট করা । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
7/7
• সম্প্রতি ডিজনি-হটস্টারের ‘ওকে কম্পিউটার’-এ অভিনয় করেছেন রাধিকা । ছবিতে জ্যাকি শ্রফ ও বিজয় বর্মাও আছেন । ছবি: ইনস্টাগ্রাম ।