TRENDING:

Puneeth Rajkumar to Sidharth Shukla | Cardiac Arrest: পুনীত রাজকুমার থেকে সিদ্ধার্থ শুক্লা, কম বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন যাঁরা...

Last Updated:
শুক্রবারই বেঙ্গালুরুর একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা পুনীত রাজকুমার (Puneeth Rajkumar to Sidharth Shukla | Cardiac Arrest)।
advertisement
1/8
পুনীত রাজকুমার থেকে সিদ্ধার্থ শুক্লা, কম বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত যাঁরা
হৃদরোগের ঝুঁকি ক্রমশই বেড়ে চলেছে। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত এমন একের পর এক কম বয়সীদের মৃত্যুই তা প্রমাণ করছে বারে বারে (Puneeth Rajkumar to Sidharth Shukla | Cardiac Arrest)। ফলে হৃদয়ের খেয়াল রাখতে একেবারেই অবহেলা করবেন না বলেই মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। শুক্রবারই বেঙ্গালুরুর একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা পুনীত রাজকুমার (Puneeth Rajkumar to Sidharth Shukla | Cardiac Arrest)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। কয়েকদিন আগেই প্রয়াত হন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তাঁরও হৃদরোগেই মৃত্যু (Puneeth Rajkumar to Sidharth Shukla | Cardiac Arrest)।
advertisement
2/8
আবীর গোস্বামী (Abir Goswami)-- টেলিভিশনে কুসুম, ইয়াহা ম্যায় ঘর ঘর খেলি, পেয়ার কা দরদ হ্যায় মিঠা মিঠার মতো সিরিয়াল, লক্ষ্য, খাঁকির মতো বলিউড ছবিতে অভিনয় করেছিলেন আবীর গোস্বামী। ২০১৩ সালের মে মাসে মাত্র ৩৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
advertisement
3/8
আরতি আগরওয়াল (Aarthi Agarwal)-- পাগলপন ছবিতে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী আরতি আগরওয়ালের। ২০১৫ সালের ৬ জুন মাত্র ৩১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরতি।
advertisement
4/8
ইন্দর কুমার (Inder Kumar)-- খিলাড়িও কা খিলাড়ি, অগ্নিপথ, তুমকো না ভুল পায়েঙ্গের মতো ছবিতে অভিনয় করেছিলেন ইন্দর কুমার। ২০১৭ সালের ২৮ জুলাই মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইন্দর।
advertisement
5/8
রাজ কৌশল (Raj Kaushal)-- ২০২১ সালের ৩০ জুন আচমকাই প্রয়াত হন বলিউডের পরিচালক-প্রযোজক ও মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০। হৃদরোগেই মৃত্যু রাজের।
advertisement
6/8
অমিত মিস্ত্রি (Amit Mistry)-- টেলিভিশন, থিয়েটার, ওয়েব সিরিজ ও ছবি-- সব জায়গাতেই দারুণ অভিনয়ের জোরে জায়গা করে নিয়েছিলেন অমিত মিস্ত্রি। এ বছরের শুরুতেই মাত্র ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অমিত।
advertisement
7/8
সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)-- অভিনয় জীবনের একেবারে শিখরে থাকাকালীনই মাত্র ৪০ বছর বয়সে চলে গেলেন সিদ্ধার্থ শুক্লা। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২ সেপ্টেম্বর ২০২১-এ মারা যান সিদ্ধার্থ।
advertisement
8/8
পুনীত রাজকুমার (Puneeth Rajkumar)-- ফের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অত্যন্ত কম বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা। শুক্রবার দুপুরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা পুনীত রাজকুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Puneeth Rajkumar to Sidharth Shukla | Cardiac Arrest: পুনীত রাজকুমার থেকে সিদ্ধার্থ শুক্লা, কম বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন যাঁরা...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল