Bollywood News: কোটি কোটি টাকা খরচ! বলি-নায়িকাদের বিয়ের আংটির দাম শুনলে আকাশ থেকে পড়বেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বিয়েতে কে কত টাকা দামের আংটি পরেছিলেন, তা শুনলে রীতিমতো চমকে যাবেন।
advertisement
1/10

বলিউডের বিয়ে মানেই বিরাট বাজেট। নায়িকাদের এক-একটা পোশাকের দাম মানুষের সারাজীবনের সঞ্চয়।
advertisement
2/10
বিয়েতে কে কত টাকা দামের আংটি পরেছিলেন, তা শুনলে রীতিমতো চমকে যাবেন।
advertisement
3/10
শিল্পা শেট্টি- ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন শিল্পা শেট্টি। হাতে হিরের এনগেজমেন্ট রিং এর দাম ৩ কোটি টাকা।
advertisement
4/10
দীপিকা পাডুকোন- ২০১৮-র হেভিওয়েট ওয়েডিং হল দীপিকার বিয়ে। বলিউডের দিভার হাতে যে আংটি রয়েছে তার দাম ১.৩ কোটি থেকে ২.৭ কোটি টাকার মধ্যে।
advertisement
5/10
প্রিয়াঙ্কা চোপড়া- বলিউডের আরও একটি হেভি ওয়েডিং প্রিয়াঙ্কা ও নিক জোনাসের বিয়ে। প্রিয়াঙ্কার হাতে রয়েছে ২.১ কোটি টাকার এনগেজমেন্ট রিং।
advertisement
6/10
অনুষ্কা শর্মা- অনুষ্কা ও বিরাটের বিয়ে থেকেই বলিউডে প্রায় ডেস্টিনেশন ওয়েডিং এর ট্রেন্ড শুরু। অনুষ্কার হাতের আংটির দাম ১ কোটি টাকা বলেই জানা যায়।
advertisement
7/10
সোনম কাপুর- সোনমের বিয়ে হয়েছে লন্ডনের ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে। সোনমের বিয়ের আংটির দাম ৯০ লক্ষ টাকা।
advertisement
8/10
করিনা কাপুর খান- ২০১২-তে গাঁটছড়া বাঁধেন করিনা ও সইফ। করিনাকে সইফ যে আংটি দিয়েছিলেন তার দাম ৭৫ লক্ষ টাকা।
advertisement
9/10
ঐশ্বর্য রাই বচ্চন- ২০০৭ সালে বচ্চন পরিবারের ঘরনী হন ঐশ্বর্য। ৫৩ ক্যারাটের এনগেজমেন্ট রিং এর দাম ৫০ লক্ষ টাকা।
advertisement
10/10
জেনেলিয়া দেশমুখ- রিতেশ দেশমুখকে বিয়ে করেছেন। তার পরে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জেনেলিয়ার আংটির দাম ৫০ লক্ষ টাকা।