TRENDING:

Bollywood News: সুপারহিট সব ছবির অভিনেতা, এখন সিকিউরিটি গার্ডের কাজ করেন! কেন? কারণ শুনলে চোখে জল আসবে

Last Updated:
Bollywood News Savi Sidhu: বলিউডের জনপ্রিয় অভিনেতা। বিখ্যাত পরিচালকদের সঙ্গে একাধিক হিট ছবিতে কাজ করেছেন। কিন্তু তিনিই এসব থেকে শতহস্ত দূরে এখন নিরাপত্তারক্ষীর কাজ করে পেট চালান। কিন্তু কেন?
advertisement
1/11
সুপারহিট সব ছবির অভিনেতা, এখন সিকিউরিটি গার্ডের কাজ করেন! কেন? কারণ শুনলে চোখে জল আসবে
বলিউডের জনপ্রিয় অভিনেতা। বিখ্যাত পরিচালকদের সঙ্গে একাধিক হিট ছবিতে কাজ করেছেন। কিন্তু তিনিই এসব থেকে শতহস্ত দূরে এখন নিরাপত্তারক্ষীর কাজ করে পেট চালান। কিন্তু কেন?
advertisement
2/11
একসময় তাঁর অভিনয়ে পর্দা কাঁপত। প্রধান চরিত্রে না হলেও পার্শ্ব চরিত্রে তাঁর অভিনয় চোখ টানত দর্শকদের। কিন্তু বহুদিন হয়ে গেল কাজ নেই তাঁর।
advertisement
3/11
বলিউড তাঁকে দূরে সরিয়ে দিয়েছে। আর তাই দিনের পর দিন কাজ না পেয়ে শেষ পর্যন্ত ওয়াচম্যানের চাকরি জোগাড় করেন তিনি।
advertisement
4/11
অভিনেতার নাম সাবি সিধু। 'গুলাল', 'ব্ল্যাক ফ্রাইডে', 'পাটিয়ালা হাউজ'-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। এখন মুম্বইয়ের পারেল এলাকার একটি আবাসনে চৌকিদারের চাকরি করেন তিনি। সেই ছবি প্রকাশ পাওয়ার পরপরই উঠতে শুরু করেছে হাজার প্রশ্ন। কেন তাঁর এই অবস্থা? বলিউড কেন তাঁর সঙ্গে এমন করল?
advertisement
5/11
উত্তর যা পাওয়া গিয়েছে তা সম্পূর্ণ না হলেও কিয়দাংশে বলিউডের বিপরীতেই যায়। জানা গিয়েছে, শরীর তাঁর ভাল ছিল না। তাই কয়েকদিন অভিনয় থেকে বিরতি চেয়েছিলেন সাবি সিধু। কিন্তু সেই বিরতি যে চিরকালের জন্য হয়ে যাবে, তা তিনি ভাবেননি। সূত্রের খবর, অভিনেতা যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তাঁর হাতে স্বাভাবিকভাবেই কোনও কাজ ছিল না।
advertisement
6/11
সুস্থ হয়ে তিনি চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। অনেকের কাছে কাজ চেয়েছিলেন তিনি। অনেকদিন অপেক্ষাও করেছিলেন। কিন্তু তাও কোনও কাজ পাননি। অবশেষে প্রায় বাধ্য হয়েই ওয়াচম্যানের চাকরি নেন তিনি।
advertisement
7/11
তাঁর একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে অনেকবার। সেটি ছড়িয়ে পড়ার পর অনুরাগ কাশ্যপ ও রাজকুমার রাওয়ের নজর পড়ে সেদিকে। তারপর থেকে পরিচালক ও অভিনেতা, দু’জনেই সাবি সিধুর হয়ে সুপারিশ করার কথা বলেছেন।
advertisement
8/11
রাজকুমার রাও বলেছেন, সিধুর গল্প খুব অনুপ্রেরণামূলক। তাঁর ইতিবাচক মনোভাব রাজকুমারের ভাল লেগেছে। অভিনেতা এও জানিয়েছেন, তিনি তাঁর কাস্টিং ডিরেক্টর বন্ধুদের বলবেন যেন সিধুকে কাজ দেওয়া হয়।
advertisement
9/11
অনুরাগ কাশ্যপ বলেছেন, এমন অনেক অভিনেতা রয়েছেন, যাঁরা কোনও কাজ পান না। সাভি সাধু স্যারকে তিনি শ্রদ্ধা করেন।
advertisement
10/11
সাভি সিধু তাঁর প্রথম ছবিটি করেন অনুরাগ কাশ্যপের পরিচালনায়। ছবি নাম 'পাঁচ'। এরপর 'ব্ল্যাক ফ্রাইডে', 'গুলাল', 'পাটিয়ালা হাউজ'-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি।
advertisement
11/11
'ব্ল্যাক ফ্রাইডে' ছবিতে কমিশনার শর্মার চরিত্রে অভিনয় করেন তিনি। 'গুলাল' ছবিতে তাঁর চরিত্রটি স্বল্প হলেও বেশ গুরুত্বপূর্ণ ছিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood News: সুপারহিট সব ছবির অভিনেতা, এখন সিকিউরিটি গার্ডের কাজ করেন! কেন? কারণ শুনলে চোখে জল আসবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল