বেবি বাম্প নিয়েই স্বামীর সঙ্গে র্যাম্প মাতালেন নেহা ধুপিয়া, দেখুন ছবি
Last Updated:
advertisement
1/5

• জল্পনা চলছিই অনেকদিন ধরে ৷ কিন্তু সে কথাটা কিছুতেই স্বীকার করছিলেন না সদ্য-বিবাহিত দম্পতি নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদি ৷ এতদিনে অবশ্য সমস্ত জল্পনার অবসান হয়েছে অবশেষে ৷
advertisement
2/5
• ১০ মে চুপিচুপি বিয়ে সেরেছেন নেহা-অঙ্গদ ৷ সেই থেকেই গুঞ্জন চলছিল, সম্ভবত বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নায়িকা ৷ সেই কারণেই টুক করে গোপনে বিয়ে করে নিয়েছেন তাঁরা ৷ কিন্তু এতদিন পর্যন্ত এ বিষয়ে টুঁ শব্দটি উচ্ছারণ করেননি এই লভ বার্ডস ৷ বেশ কয়েকবার অবশ্য ব্যক্তিগত বিষয়ে ‘নাক গলানোর’ জন্য নেটিজেনদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তাঁরা ৷
advertisement
3/5
• অবশেষে শিলমোহর পড়েছে জল্পনায় ৷ ঘটা করে ইনস্টাগ্রামে অঙ্গদ জানিয়েছেন শীঘ্রই বাবা হতে চলেছেন তিনি ৷ বেবি বাম্প নিয়ে ছবি পোস্ট করেছেন নেহাও ৷
advertisement
4/5
• এবার তাঁকে দেখা গেল র্যাম্পেও ৷ শুরু হয়েছে ল্যাকমে ফ্যাশন উইক ৷ সেখানেই বেবি বাম্প নিয়ে স্বামী অঙ্গদ বেদির সঙ্গে হাঁটলেন নেহা ৷ ডিজাইনার পায়েল সিংঘলের পোশাকে সেজেছিলেন দম্পতি ৷
advertisement
5/5
• নেহা পরেছিলেন লেহেঙ্গা-চোলি, অঙ্গদের পরনে ছিল ম্যাচিং সেরওয়ানি ৷ জাঙ্ক সিলভার ট্রাইবাল গয়নায় সেজেছিলেন নায়িকা ৷