হিরে ব্যবসায়ীকে খুনের ঘটনায় জুড়ল বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের নাম
Last Updated:
advertisement
1/6

•• ঘাটকোপার নিবাসী হিরে ব্যবসায়ী রাজেশ্বর উড়ানির খুনের ঘটনায় নয়া মোড় ৷ উঠে এলে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের নাম ৷
advertisement
2/6
•• আজ শনিবার এই খুনের ঘটনা নিয়ে এই বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷
advertisement
3/6
•• ঘাটকোপার নিবাসী রাজেশ্বর উড়ানি হিরে এবং সোনা ব্যবসায়ী ছিলেন ৷ ৫৭ বছর বয়সী এই ব্যবসায়ী গত ২৮ নভেম্বর থেকে নিরুদ্দেশ ৷ তিনি বাড়িতে জানিয়েছিলেন,যে তাঁরা আন্ধেরির বাড়িতে যাচ্ছেন ৷ কিন্তু তিনি আর ফিরে আসেননি ৷ এরপরই উড়ানি পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে ৷
advertisement
4/6
•• পানভেলের কাছে একটি জঙ্গল থেকে উড়ানির মৃতদেহ উদ্ধার হয় ৷ আর এরপর থেকেই পুলিশ তদন্ত শুরু করে ৷ যেদিন থেকে রাজেশ্বর নিরুদ্দেশ,সেদিন তাঁর ফোন ঘেঁটে পুলিশ জানতে পারে, তাঁকে সেদিন শচিন পাওয়ার ১৩বার ফোন করেছেন ৷ এরপরই জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ এবং তাঁকে গ্রেফতার করা হয় ৷
advertisement
5/6
•• শচিনের গাড়িটির তল্লাশি চালানো হয় ৷ এবং পুলিশ বুঝতে পারেন এই খুনের পিছনে আর্থিক অসঙ্গতির কোনও কারণ জড়িয়ে ৷ গুয়াহাটি থেকে শচিনকে গ্রেফতার করা হয় ৷ এবং এই সময় শচিনের সঙ্গে একটি টিভি সিরিজে কাজ করছেন দেবলীনা ৷ আর সেই কারণে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
advertisement
6/6
•• এই বাঙালি অভিনেত্রী টেলিভিশন জগতের এক বিখ্যাত নাম ৷ তাঁকে ‘সাথ নিভানা সাঁথিয়া’ধারাবাহিকে ‘গোপি বহু-র চরিত্রে দেখা গিয়েছিল ৷