Mouni Roy: নববধূর বেশে মৌনী রায়! সোশ্যাল মিডিয়ায় তাপমাত্রা বাড়াচ্ছেন বাঙালি অভিনেত্রী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Mouni Roy: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছবি আপলোড করেন মৌনী। সেই ছবি মুহূর্তে পারদ চড়াতে সক্ষম। আর এবার একটি ব্রাইডাল শ্যুটে মুগ্ধ করলেন তিনি।
advertisement
1/9

নববধূর বেশে অভিনেত্রী মৌনী রায়। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছবি আপলোড করেন মৌনী। সেই ছবি মুহূর্তে পারদ চড়াতে সক্ষম। আর এবার একটি ব্রাইডাল শ্যুটে মুগ্ধ করলেন তিনি।
advertisement
2/9
প্যাস্টেল গোলাপি রঙের এই লেহেঙ্গায় মৌনীকে যেন রূপকথার কোনও রাজকন্যার মতো লাগছে। গলার চোকার চোখে পড়ার মতো।
advertisement
3/9
অফ হোয়াইট লেহেঙ্গায় মৌনীকে কোনও প্রাচীন যুগের রানির থেকে কম লাগছে না।
advertisement
4/9
ব্রাউন লেহেঙ্গা চোলি আর ফিনফিনে ওড়নাতে লাস্যময়ী মৌনী। কানে মানানসই দুল লুক সম্পূর্ণ করেছে।
advertisement
5/9
সিকুইনড লেহেঙ্গা চোলিতে ক্লিভলাইন স্পষ্ট মৌনীর। এই ছবিতে মুগ্ধ নেটিজেন।
advertisement
6/9
কমলা রঙের ঘাঘরা চোলির সঙ্গে ভারী গয়না। মাথাতে মানানসই টিয়ারা ও টিকলি নজর কেড়েছে।
advertisement
7/9
সিকুইনড সোনালি শাড়িতে উষ্ণতা ছড়াচ্ছেন বাঙালি অভিনেত্রী।
advertisement
8/9
গায়ের সঙ্গে মিশে আছে রুপোলি শাড়ি। মৌনীর ত্বন্বী চেহারা শাড়িতে স্পষ্ট।
advertisement
9/9
লাল সিল্কের শাড়ি ও গলায় নেকপিস। মৌনীর এই লুক যে কোনও পার্টিতে ট্রাই করতে পারেন আপনিও।