Minissha Lamba Viral: জন্মদিনে প্রেমিককে ঘনিষ্ঠ চুমুতে ভরিয়ে দিলেন মিনিশা, তবু নাম জানালেন না!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
তাঁর বয়ফ্রেন্ডের বিশেষ দিনে দারুণ সব ছবি শেয়ার করে ফের একবার ভাইরাল হয়েছেন মিনিশা (Minissha Lamba Viral)।
advertisement
1/7

সম্প্রতি চুটিয়ে প্রেম করছেন বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বা (Minissha Lamba)। গত জুন থেকে নিজের মনের সঙ্গী খুঁজে পেয়েছেন নায়িকা। আর তাঁর বয়ফ্রেন্ডের বিশেষ দিনে দারুণ সব ছবি শেয়ার করে ফের একবার ভাইরাল হয়েছেন মিনিশা (Minissha Lamba Viral)। জন্মদিনের উপহার হিসেেব বয়ফ্রেন্ডকে চুমুতে ভরিয়ে দিয়েছেন নায়িকা।
advertisement
2/7
শুক্রবার তাঁর বয়ফ্রেন্ডের জন্মদিন ছিল। সেই উপলক্ষে ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে প্রেমিকের নাম না উল্লেখ করেই মনের কথা লিখেছেন তিনি। বয়ফ্রেন্ডকে তিনি ডেকেছেন 'আক্কি মাল' বলে।
advertisement
3/7
বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ চুমুর ছবির পর রয়েছে জাকুজিতে একসঙ্গে সময় কাটানোর মুহূর্তও। খাবারের টেবিল থেকে বিমানে একসঙ্গে ট্রাভেল সবই আজকাল একসঙ্গেই করছেন তাঁরা।
advertisement
4/7
প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছাবার্তায় মিনিশা লিখেছেন, 'একসঙ্গে আরও অনেক অনেক জন্মদিন... মিষ্টি প্রেম'। সোশ্যাল মিডিয়ায় এদিন সকাল থেকেই ট্রেন্ডিংয়ে মিনিশা লাম্বা ও তাঁর প্রেমিক।
advertisement
5/7
গত জুনেই নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়েছিলেন মিনিশা। যদিও তখনও নাম বলেননি তিনি। এবারেও জন্মদিনের পোস্টে নাম উল্লেখ করেননি মিনিশা।
advertisement
6/7
ডিনার ডেটেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। সেখানে ক্যাপশনে মিনিশা লিখেছিলেন, 'হাই আমি ও তুমি'।
advertisement
7/7
তবে বিনোদন জগতের সঙ্গে তাঁর বয়ফ্রেন্ড জড়িত নন বলে আগেই জানিয়েছেন নায়িকা। এর আগে রেস্তোরাঁ মালিক রায়ান থামের সঙ্গে বিয়ে করেছিলেন মিনিশা। গত বছর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।