বিচ্ছেদের এক সপ্তাহ পরেই নতুন প্রেমিকের সঙ্গে খুল্লমখুল্লা ঘনিষ্ঠ মুহূর্তে জ্যাকি শ্রফ কন্যা, প্রাক্তন লিখলেন, ' এত তাড়াতাড়ি?'
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এক সপ্তাহ আগেই বাস্কেট বল খেলোয়াড় ইবান (Eban Hyams)-এর সঙ্গে বিচ্ছেদ হয়েছে জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফের! তারপরই তিনি পাড়ি দিলেন দুবাই আর সেখানেই জমে উঠল নতুন প্রেম!
advertisement
1/5

এক সপ্তাহ আগেই বাস্কেট বল খেলোয়াড় ইবান (Eban Hyams)-এর সঙ্গে বিচ্ছেদ হয়েছে জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফের! তারপরই তিনি পাড়ি দিলেন দুবাই আর সেখানেই জমে উঠল নতুন প্রেম!
advertisement
2/5
দুবাইতে গিয়ে কৃষ্ণা প্রেমে পড়লেন জনপ্রিয় তুর্কি শেফ নুস্রেত-এর! ঘনিষ্ঠ মুহূর্তে তাঁকে চুমু খাওয়ার ছবিও পোস্ট করেন জ্যাকি কন্যা।
advertisement
3/5
নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে কৃষ্ণার ঘনিষ্ঠ ছবিতে কমেন্ট করলেন প্রাক্তন বয়ফ্রেন্ড ইবান, আর সেই কমেন্টই এখন ভাইরাল! ইবান লেখেন, ''ড্যাং তুমি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারলে!'' এক নেটিজেন ইবানকে সান্তনা দিতে লেখেন, তিনিও জীবনে এগিয়ে যেতে পারেন! উত্তরে ঠাট্টা করে ইবান লেখেন, ''আমার কোনও তাড়া নেই! সবে এক সপ্তাহ হল ব্রেক আপ হয়েছে!''
advertisement
4/5
ইবানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা নিজেই সোস্যাল মিডিয়াতে জানান কৃষ্ণা! তিনি অ্যাকাউন্ট থেকে তাঁর আর ইবানের সমস্ত ছবি ডিলিট-ও করে দেন। তাঁর ফ্যান ক্লাবদের কাছে অনুরোধ করেন, ইবানের কোনও পোস্টে তাঁকে ট্যাগ না করতে।
advertisement
5/5
ইবানের সঙ্গে ব্রেক-আপের পর দুবাইয়ে পাড়ি দেন কৃষ্ণা! সেখানেই বিকিনি পড়ে নতুন জীবনকে স্বাগত জানাচ্ছেন সুন্দরী।