‘কৃষ্ণকলী’তে শ্যামার শাশুড়ি সুজাতা আসলে কে বলুন তো? জেনে নিন তাঁর প্রকৃত পরিচয়
Last Updated:
advertisement
1/11

• শুরু হওয়ার পর থেকেই টিআরপি রেটিংয়ে ‘কৃষ্ণকলী’ প্রথম বা দ্বিতীয় স্থান বরাবরই নিজের কব্জায় রেখেছে ৷ ছোট পর্দা প্রেমী বেশিরভাগ বাঙালির কাছেই এই সিরিয়াল অন্যতম সান্ধ্যকালীন বিনোদন ৷
advertisement
2/11
• ‘কৃষ্ণকলী’র প্রধানচরিত্র ‘শ্যামা’র ভূমিকায় অভিনয় করছেন তিয়াশা রায় ৷ নিখিলের চরিত্র অভিনয় করছেন নিখিল ভট্টাচার্য্য ৷ এছাড়াও রয়েছেন রিমঝিম মৈত্র, শঙ্কর চক্রবর্তী প্রমূখ জনপ্রিয় মুখ ৷
advertisement
3/11
• তবে শ্যামা আর নিখিলের পাশাপাশি আরও একটি চরিত্র এখানে খুব গুরুত্বপূর্ণ ৷ সেটি হল শ্যামার শাশুড়ির চরিত্রটি ৷ অনেকের কাছেই তিনি খুব একটা পরিচিত মুখ নন ৷ সিরিয়ালের ‘সুজাতা’ অর্থাৎ নিখিলের মায়ের প্রকৃত নাম হল নিবেদিতা মুখোপাধ্যায় ৷
advertisement
4/11
• ছোট পর্দার খুব একটা চেনা মুখ না হলেও নিবেদিতা মঞ্চের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী ৷ থিয়েটার দিয়েই তাঁর অভিনয় জগতে হাতেখড়ি ৷ তবে তাঁর আরও একটা পরিচয় রয়েছে ৷ তিনি প্রখ্যাত অভিনেতা নীল বা সুজন মুখোপাধ্যায়ের স্ত্রী ৷
advertisement
5/11
• নীল-নিবেদিতার প্রেমের গল্পটা বহুদিনের ৷ তা নয় নয় করেও ২৫ বছর হয়ে গেল ৷ বাদপ্রতিম নাট্যব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়ের ছোট ছেলে, নীলের সঙ্গে নিবেদিতার আলাপ নাটকের সূত্র ধরেই ৷
advertisement
6/11
• ‘কর্ডলাইন’ বলে একটা নাটক করছিলেন অঞ্জন দত্ত ৷ সেখানে মূল চরিত্রে ছিলেন নীল ৷ এ সময় দলে আসেন নিবেদিতা ৷
advertisement
7/11
• দেখতে সুন্দর মিষ্টি মেয়ে নিবেদিতা বেশি কথা বলতেন না ৷ কিন্তু সকলেই তাঁকে নিয়ে কথা বলত ৷ যেচে কথা বলতে যেত ৷ নীল খুব একটা কথা বলতেন না ৷ কিন্তু ভাললাগাটা ছিল ৷ ১৯৯৪-এ প্রথম শোয়ের বাইরে আলাদা করে দেখা করেছিলেন ৷ আস্তে আস্তে পূর্ণতা পায় সম্পর্কটা ৷
advertisement
8/11
• দু’জনেই সমবয়সী ৷ ৯৩-এ উচ্চমাধ্যমিক দিয়েছেন ৷ আর ৯৮ সালে বিয়ে ৷ মাত্র ২৪ বছর বয়স তখন দু’জনের ৷
advertisement
9/11
• দুই বাড়ির মতেই বিয়েটা হয়ে যায় ৷ কিন্তু বিয়ের পর স্ট্রাগলটা ছিল প্রচণ্ড ৷
advertisement
10/11
• দেড় হাজার টাকার বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন প্রথম ৷ দু’জনে একসঙ্গে কাজ করতেন ৷ একই সঙ্গে ভাগ করে নিতেন সংসারের কাজ ৷
advertisement
11/11
• দেড় হাজার টাকার বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন প্রথম ৷ দু’জনে একসঙ্গে কাজ করতেন ৷ একই সঙ্গে ভাগ করে নিযতেন সংসারের কাজ ৷