TRENDING:

Katrina Kaif Doppelganger Alina Rai: হুবহু যেন ক্যাটরিনা কাইফ, কিন্তু ইনি তো...! দেখুন

Last Updated:
হুবহু বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) মতো দেখতে (Katrina Kaif Doppelganger Alina Rai)। নাম আলিনা রাই (Alina Rai), দেখেছেন?
advertisement
1/8
হুবহু যেন ক্যাটরিনা কাইফ, কিন্তু ইনি তো...! দেখুন
কথায় বলে বিশ্বে প্রতিটি মানুষের মতো দেখতে মটো ৭ জন রয়েছেন। একেবারে পুরোপুরি হুবহু না হলেও, মুখের থাকে বেশ অনেকটাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক যুবতী ভাইরাল হয়েছেন, কারণ তিনি হুবহু বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) মতো দেখতে (Katrina Kaif Doppelganger Alina Rai)। নাম আলিনা রাই (Alina Rai), দেখেছেন?
advertisement
2/8
ইনস্টাগ্রামে আলিনার ছবি ও ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠছে ভক্তদের (Katrina Kaif Doppelganger Alina Rai)। তাঁর তাকানো, মুখের অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ সবের সঙ্গেই অসম্ভব মিল ক্যাটরিনা কাইফের। কিন্তু ইনি তো ক্যাটরিনা নন (Katrina Kaif Doppelganger Alina Rai)। সোশ্যাল মিডিয়ায় আলিনার ছবি এখন হট কেক। সুপারভাইরাল হয়েছে সেগুলি।
advertisement
3/8
ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করেন আলিনা। তাঁর ছবিগুলির মধ্যে ক্যাটরিনার মতো করে পোজ দেওয়া এবং পোশাক নির্বাচনেও রয়েছে বলিউড অভিনেত্রীর ছোঁয়া। প্রায় ২০৩k ফলোয়ার রয়েছে আলিনার। সোশ্যাল মিডিয়ায় ভালোই জনপ্রিয়তা রয়েছে আলিনার।
advertisement
4/8
বিশেষ করে ক্যাটরিনার মতো জনপ্রিয় বলিউড অভিনেত্রীর সঙ্গে তাঁর মুখের এতটা মিল থাকায়, ভক্তরা আরও বেশি করে তাঁকে দেখতে চাইছেন। এবং সেই সুযোগকে কাজে লাগিয়েছেন আলিনাও।
advertisement
5/8
কখনও ওয়ার্কআউট সেশন, কখনও আবার সাধারণ ফটোশ্যুট, নানা আমেজে নানা সময়ের ছবি শেয়ার করেন আলিনা। ইনস্টাগ্রামে লেহঙ্গা পরা তাঁর একটি ছবি দেখে ভক্তরা দ্বিধায় পড়ে গিয়েছেন, ইনি ক্যাটরিনা না আলিনা? ক্যাট সুন্দরীর সঙ্গে এতটাই মিল রয়েছে তাঁর সেই ছবিতে।
advertisement
6/8
আলিনার শেয়ার করা বিভিন্ন ছবি ও ভিডিওতে নেটিজেন বার বার ক্যাটরিনার প্রসঙ্গই টেনে এনেছেন। কারণ, ক্যাটরিনার সঙ্গে দারুণ মিল রয়েছে তাঁর। অনেকে আবার মজা করে লিখেছেন, ক্যাটরিনার ডাবল রোলে অনায়াসে ব্যবহার করা যায় আলিনাকে।
advertisement
7/8
এক ভক্তের মন্তব্য আবার নেটিজেনদের দু'ভাগে ভাগ করে দিয়েছে। তাঁর মন্তব্য, ক্যাটরিনার থেকে অনেক বেশি সুন্দরী আলিনা। যদিও ভক্তদের আরেক অংশের দাবি, নিজেকে ক্যাটরিনার মতো দেখাতে সার্জারি করিয়েছেন আলিনা। তবে ক্যাটরিনার সঙ্গে যে ভীষণ মিল রয়েছে আলিনার, সে কথা মেনে নিয়েছেন সকলেই।
advertisement
8/8
এর আগে ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে আমনা ইমরানকে নিয়ে শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার নতুন করে ক্যাটরিনার 'যমজ' আলিনাকে নিয়ে উত্তেজনা ছড়িয়েছে নেটপাড়ায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Katrina Kaif Doppelganger Alina Rai: হুবহু যেন ক্যাটরিনা কাইফ, কিন্তু ইনি তো...! দেখুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল