Katrina Kaif : বাম্পার খবর বলিউডে! এই প্রথম নারীকেন্দ্রিক ছবিতে ক্যাটরিনা, সঙ্গে থাকছেন বিগ বি...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Katrina Kaif : পরিচালক আর বালকির (R Balki) নতুন ছবিতে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে কাজ করতে চলেছেন নায়িকা!
advertisement
1/5

বলিউডের দীর্ঘ কেরিয়ারে কোন ধরনের ছবি ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) করেননি? উত্তরটা সহজ- নারীকেন্দ্রিক ছবি! তবে সেই না পাওয়াটাও আপাতত প্রাপ্তির হিসাবে এসে ঠেকেছে, জানা গিয়েছে যে পরিচালক আর বালকির (R Balki) নতুন ছবিতে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে কাজ করতে চলেছেন নায়িকা!
advertisement
2/5
যদিও ক্যাটরিনার এই প্রথম নারীকেন্দ্রিক ছবিতে কাজ করা ব্যাখ্যা নিয়ে অনেকে আপত্তি তুলতেই পারেন! যুক্তি হিসাবে তাঁরা বলতে পারেন যে ফারহান আখতারের (Farhan Akhtar) জি লে জারা (Jee Lee Zara) ছবিই তো নারীকেন্দ্রিক, যেখানে আলিয়া ভাট (Alia Bhatt) আর প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের (Priyanka Chopra Jonas) সঙ্গে কাজ করতে চলেছেন ক্যাটরিনা।
advertisement
3/5
তবে এখানে একটা সূক্ষ্ম তারতম্য আছে বইকি! জি লে জারা-কে নারীকেন্দ্রিক না বলে নায়িকাকেন্দ্রিক ছবি বলাই ঠি হবে, কেন না এটি স্পষ্টতই জিন্দগি না মিলেগি দোবারার (Zindagi Na Milegi Dobara) ফিমেল ভার্সন হতে চলেছে। নারীবাদের উপস্থিতি সেখানে কতটুকু থাকবে, তা এখনও প্রশ্নাতীত নয়!
advertisement
4/5
কিন্তু আর বালকির ছবি সব দিক থেকেই হতে চলেছে নারীবাদী এবং বিশেষ একজন নারীর জীবনকেন্দ্রিক, এই দিক থেকে দেখলে এই ছবি ক্যাটরিনার কেরিয়ারে নিঃসন্দেহেই বিশেষ একটা জায়গা দখল করতে চলেছে। কেন না, এই ছবির প্রধান আকর্ষণই হতে চলেছেন তিনি, জুতসই চিত্রনাট্য এবং অমিতাভ বচ্চন তাঁকে শুধু সঙ্গত করবেন মাত্র!
advertisement
5/5
এই জায়গায় এসে অবধারিত ভাবে একটা প্রশ্ন দেখা দেয়- ছবিতে কি তাহলে অমিতাভ বচ্চন থাকছেন অতিথি-শিল্পী হিসাবে? সেটা এখনও স্পষ্ট ভাবে জানা যাচ্ছে না। তবে আভাসে-ইঙ্গিতে বালকির ঘনিষ্ঠ এক সূত্র এটুকু বলে রেখেছেন যে চিত্রনাট্যে তাঁর উপস্থিতি খুব বেশিক্ষণের জন্য থাকবে না, বলা ভালো, ছবির পুরোটা জুড়ে অমিতাভ বচ্চনকে দেখা যাবে না! বাকি খবর যথাসময়ে পাওয়া যাবে, এছাড়া আপাতত আর কী বা বলার থাকতে পারে!