Katrina Kaif in Saree: বিয়ের জল্পনার মাঝে নেটের শাড়ির সাজে নজর কাড়ছেন ক্যাটরিনা কাইফ, দেখুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
তার আগে অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ফটোশ্যুট শেয়ার করে তাক লাগালেন সুন্দরী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif in Saree)।
advertisement
1/11

ডিসেম্বরের শুরুতেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif in Saree)। বলিউডে কান পাতলে এখন এই গুঞ্জনের চেয়ে বেশি জোর আর কিছুই শোনা যাচ্ছে না। পাত্র আবার ভিকি কৌশল। ফলে ভক্তদেন উন্মাদনা আরও তুঙ্গে। তার আগে অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ফটোশ্যুট শেয়ার করে তাক লাগালেন ক্যাট সুন্দরী (Katrina Kaif in Saree)। নেটের শাড়ির সাজে ঝড় তুলেছেন নায়িকা। (Katrina Kaif in Saree)
advertisement
2/11
শিয়ার শাড়ি পরেছেন ক্যাটরিনা। ডিজাইনার রাহুল মিশ্র।
advertisement
3/11
হাল্কা গোলাপি রঙা বোটানিকল এম্ব্রয়ডারি করা এই শাড়ির সাজে মোহময়ী দেখাচ্ছে নায়িকাকে।
advertisement
4/11
শাড়ির সঙ্গে স্ট্র্যাপ দেওয়া ম্যাচিং ব্লাউজ পরেছেন ক্যাটরিনা।
advertisement
5/11
শাড়ির পাড় ও আঁচলে একই ধরনের ফ্লোরাল সুতোর কাজ রয়েছে।
advertisement
6/11
সোনার গয়নার সঙ্গে ম্যাচিং করে সাজ পূর্ণ করেছেন ক্যাটরিনা।
advertisement
7/11
খুবই হাল্কা মেক-আপ ও খোলা চুলে অপূর্ব দেখাচ্ছে ক্যাটরিনাকে।
advertisement
8/11
গোলাপির আভা রয়েছে গোটা মেক-আপে।
advertisement
9/11
সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে ক্যাটরিনার এই সব ছবি।
advertisement
10/11
এর আগেও গোলাপি শিফনে সেজেছেন ক্যাটরিনা।
advertisement
11/11
গোলাপি রঙা শাড়ির প্রতি আলাদা আকর্ষণ রয়েছে নায়িকার।