TRENDING:

Kareena Kapoor: জেহ-কে কোলে নিয়ে করিনার ছবি প্রকাশ্যে! একরত্তির মুখ কি দেখতে পেল নেটিজেন

Last Updated:
Kareena Kapoor: করিনা কাপুর খান মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন। সঙ্গে গিয়েছেন সইফ আলি খান ও দুই ছেলে তৈমুর ও জেহ।
advertisement
1/6
জেহ-কে কোলে নিয়ে করিনার ছবি প্রকাশ্যে! একরত্তির মুখ কি দেখতে পেল নেটিজেন
মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী করিনা কাপুর খান । সঙ্গে গিয়েছেন সইফ আলি খান ও দুই ছেলে তৈমুর ও জেহ। মলদ্বীপ থেকে বেশ কিছু ছবি প্রায়ই শেয়ার করছেন করিনা। আর সেই ছবির মধ্যে নেটিজেনরা বার বার খোঁজার চেষ্টা করছেন জেহ-কে। যদি এক ঝলক স্পষ্ট দেখা যায় জেহকে। সেই ইচ্ছে খানিকটা পূরণ করলেন স্বয়ং করিনাই।
advertisement
2/6
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট্ট জেহকে কোলে নিয়ে এক‌টি ছবি পোস্ট করেন তিনি। জেহ সেই সময়ে ঘুমন্ত। মায়ের কাঁধে মাথা দিয়ে নিশ্চিন্তের ঘুম ঘুমোচ্ছে সে। করিনা সেই ছবির ক্যাপশনে লেখেন, লাইটস, ক্যামেরা, ন্যাপটাইম।
advertisement
3/6
এরই মধ্যে করিনা আরও একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছিল সইফ ও দুই সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তিনি। তবে সেই ছবিতে জেহ দূরে শুয়েছিল, সেখানেও দেখা যায়নি ছোট্ট জেহ স্পষ্ট ভাবে।
advertisement
4/6
গাড়িতে করে জেহ-কে নিয়ে সম্প্রতি বেরোন করিনা ও সইফ। তখনই গাড়ির কাঁচ থেকে জেহকে ক্যামেরা বন্দি করেন পাপারাজ্জি। দেখা যায় গাড়িতে ন্যানির কোলে বসে জেহ। অবাক নয়নে তাকিয়ে রয়েছে সে।
advertisement
5/6
পাপারাজ্জিদের তোলা ছবি দেখার সঙ্গে সঙ্গে নেটিজেনরা অবাক হয়ে যান- এ তো হুবহু করিনা কাপুরের মুখ বসানো। এমনকি অনেকে আবার করিনার ছো‌ট বেলার ছবির সঙ্গে তুলনা করে ছবি পোস্ট করেন। কেউ লেখেন, এ তো করিনা কাপুরের কার্বন কপি।
advertisement
6/6
প্রসঙ্গত, দ্বিতীয় সন্তানের নাম সইফ-করিনা রেখেছেন জাহাঙ্গির আলি খান। তৈমুরের নামকরণ নিয়েও বহু ট্রোল ও সমালোচনার শিকার হয়েছিলেন তাঁরা। ছোট ছেলের বেলাতেও ব্যতিক্রম হল না। কেন করিনা ও সইফ ছেলের নাম জাহাঙ্গির রেখেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কদর্য ট্রোলিংয়ের শিকার হয়েছেন তাঁরা। কেউ কেউ বলছেন তৃতীয় সন্তানের নাম রাখা হোক ঔরঙ্গজেব। কারও আবার তীব্র আপত্তি জাহাঙ্গির নাম নিয়ে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kareena Kapoor: জেহ-কে কোলে নিয়ে করিনার ছবি প্রকাশ্যে! একরত্তির মুখ কি দেখতে পেল নেটিজেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল