TRENDING:

Jehangir Ali Khan First Pic: করিনা ও সইফের দ্বিতীয় ছেলে জাহাঙ্গিরের প্রথম ছবি ভাইরাল, দেখেছেন?

Last Updated:
এবার প্রথম সবার সামনে নিয়ে এলেন জাহাঙ্গির আলি খানকে (Jehangir Ali Khan First Pic)।
advertisement
1/6
করিনা ও সইফের দ্বিতীয় ছেলে জাহাঙ্গিরের প্রথম ছবি ভাইরাল, দেখেছেন?
গত ফেব্রুয়ারিতেই নিজের দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। তার পর থেকে ছোট ছেলের ছবি সামনে আনেননি। কিছুদিন আগেই নিজের লেখা বইতে ছোট ছেলের নাম জানিয়েছেন সবাইকে। এবার প্রথম সবার সামনে নিয়ে এলেন জাহাঙ্গির আলি খানকে (Jehangir Ali Khan First Pic)।
advertisement
2/6
বিরাট কোহলি অনুষ্কা শর্মার মতোই এতদিন নিজেদের ছোট ছেলের মুখ ঢেকে ছবি প্রকাশ্যে এনেছেন সইফ আলি খান ও করিনা কাপুর। তবে শুক্রবার প্রথম সামনে এল ছোট ছেলে জেহ ওরফে জাহাঙ্গির আলি খানের ছবি।
advertisement
3/6
শুক্রবার বাবা মা ও দাদার সঙ্গে গাড়ি করে দাদু অর্থাৎ করিনার বাবা রণধীর কাপুরের বাড়িতে গিয়েছিল জাহাঙ্গির। সেখানেই গাড়ি থেকে বের হওয়ার সময় ও গাড়ি বাংলোতে পৌঁছনোর সময় জেহর মুখের ছবি ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। আর নিমেষেই গোলগাল ছোট্ট জেহর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। করিনাও পাপারাৎজিদের দেখে হাত নাড়িয়েছেন।
advertisement
4/6
বড় ছেলে তৈমুরের নাম রাখা নিয়েও বিস্তর জলঘোলা এবং বিতর্ক হয়েছিল। করিনা কাপুর ও সইফ আলি খানের দ্বিতীয় ছেলে জেহ অর্থাৎ জাহাঙ্গির আলি খানের নামকরণ নিয়েও একই ঘটনা ঘটেছে। কেন করিনা ও সইফ ছেলের নাম জাহাঙ্গির রেখেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কদর্য ট্রোলিংয়ের শিকার হয়েছেন তাঁরা। কেউ কেউ বলছেন তৃতীয় সন্তানের নাম রাখা হোক ঔরঙ্গজেব। কারও আবার তীব্র আপত্তি জাহাঙ্গির নাম নিয়ে।
advertisement
5/6
সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে করিনা বলেছেন, 'আমি একজন পজিটিভ মানুষ। শুধুমাত্র ইতিবাচকতা ও আনন্দ ছড়িয়ে দিতে চাই। আমাদের জীবনে নেতিবাচকতার কোনও জায়গাই নেই। দেখেছেন তো কোভিড ১৯ কীভাবে গোটা বিশ্বকে কাছে নিয়ে এসেছে। আমাদের এটাই শেখা উচিত।' করিনার কথায়, 'মানুষ ভুলে যাচ্ছেন তাঁরা দুটি ছোট ছোট শিশুকে নিয়ে কথা বলছেন।' ২০১৬ সালে ২০ ডিসেম্বর করিনা ও সইফের প্রথম ছেলে তৈমুরের জন্ম হয়। এ বছর ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি।
advertisement
6/6
করিনা সম্প্রতি প্রেগনেন্সি নিয়ে তাঁর প্রথম বই প্রকাশ করেছেন। নাম করিনা কাপুরস প্রেগনেন্সি বাইবেল। বইয়ের নামকরণ নিয়েও বিতর্ক পিছু ছাড়েনি। এমন সময় সেই বইতেই নিজের দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে এনেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ শোনার পর মুখ খুলেছেন করিনা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Jehangir Ali Khan First Pic: করিনা ও সইফের দ্বিতীয় ছেলে জাহাঙ্গিরের প্রথম ছবি ভাইরাল, দেখেছেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল