Kareena Kapoor-Shahid Kapoor: ‘রাতের পর রাত শাহিদ...‘ অবশেষে সামনে এল শাহিদ-কারিনার বিচ্ছেদের আসল কারণ! চমকে উঠে ‘সত্য’
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Kareena Kapoor-Shahid Kapoor: এক সময় করিনা কাপুর ও শাহিদ কাপুরের প্রেম ছিল টক অফ দ্যা টাউন। তাঁদের ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছেছিল যে অনুরাগীরা তো বটেই, তাঁদের পরিবারও এই সম্পর্ককে পরিণতি পাবে বলেই ভেবেছিলেন
advertisement
1/7

এক সময় করিনা কাপুর ও শাহিদ কাপুরের প্রেম ছিল টক অফ দ‍্যা টাউন। তাঁদের ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছেছিল যে অনুরাগীরা তো বটেই, তাঁদের পরিবারও এই সম্পর্ককে পরিণতি পাবে বলেই ভেবেছিলেন।
advertisement
2/7
বিশেষ করে করিনা ও শাহিদের একটি চুমুর ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁদের প্রেম আরও প্রকাশ্য হয়ে ওঠে। তবে, সেই রোম্যান্স বেশিদিন টেকেনি। পরে, দুজনেই আলাদা আলাদা বিয়ে করে নেয়।
advertisement
3/7
কিন্তু কী কারণে হয়তো আজও অনেকেরই অজানা। বিভিন্ন সময় করিনাকে এবিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় ‘জব উই মেট’-এর শুটিং চলাকালীনই ‍ঝামেলা শুরু হয় করিনা আর শাহিদের। তাঁদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়লেও এতদিন সামনে আসল কারণ রহস্যই ছিল।
advertisement
4/7
অবশেষে, সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা নিজেই জানালেন, কেন তাঁদের সম্পর্কের ইতি ঘটেছিল। করিনার কথায়, ‘শাহিদ বন্ধুর মতো ভাল ছিলেন, তবে তাঁর ইগো ছিল অনেক বেশি। আর সেটাই তাঁদের সম্পর্কে সমস্যা তৈরি করেছিল।’
advertisement
5/7
তিনি বলেন, ‘সামান্য কথাতেই ঝগড়া হত। আর ঝগড়া হলেই শাহিদ কথা বলা বন্ধ করে দিত। রাতের পর রাত ফোনও করত না। তবে করিনা এটাও স্বীকার করেছেন, সময়ের সঙ্গে শাহিদ অনেক বদলেছেন।’
advertisement
6/7
সইফ আলি খানের সঙ্গে বিয়ের পর করিনা সাধারণত শাহিদের প্রসঙ্গে মুখ খুলতে চাননি। অতীত নিয়ে কথা বলা তিনি বিভিন্ন জায়গায় এড়িয়েই চলতেন। তবে এবার সেই নীরবতা ভাঙলেন।
advertisement
7/7
তাঁর বক্তব্যে স্পষ্ট, যদিও তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছে, তবু করিনার শুভকামনা রয়ে গিয়েছে শাহিদের প্রতি। সম্প্রতি, তাঁদের দেখা গেল একসঙ্গে।