Kangana Ranaut Viral Hairstyle: পদ্ম পুরস্কারের মঞ্চে কঙ্গনার হেয়ারস্টাইল খেয়াল করেছেন? ভাইরাল সব ছবি...
- Published by:Raima Chakraborty
Last Updated:
পদ্ম পুরস্কারের মঞ্চে এবার তাঁর হেয়ারস্টাইল চমকে দিয়েছে ভক্তদের (Kangana Ranaut Viral Hairstyle)।
advertisement
1/11

অভিনয় থেকে মতামত-- সবেতেই ছাপ রাখতে ভালোবাসেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut Viral Hairstyle)। বরাবরই নানা বিতর্কে জড়িয়ে থাকা অভিনেত্রী সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। পদ্ম পুরস্কারের মঞ্চে এবার তাঁর হেয়ারস্টাইল চমকে দিয়েছে ভক্তদের (Kangana Ranaut Viral Hairstyle)।
advertisement
2/11
পদ্মশ্রী পুরস্কার আনতে ডিজাইনার সব্যসাচীর তৈরি করা ঘিয়ে রঙের শাড়ি ও চকোলেট ব্লাউড পরেছিলেন কঙ্গনা।
advertisement
3/11
এই শাড়ির সঙ্গে চুলে দুটি খোঁপা করেছিলেন তিনি। পুরনো দিনের এমন হেয়ারস্টাইলকে ফের একবার ফ্যাশন দুনিয়ায় নিয়ে এলেন নায়িকা। কঙ্গনার এই হেয়ারস্টাইল ভক্তদের নজর কেড়েছে। ভাইরাল হয়েছে সব ছবি।
advertisement
4/11
ফ্যাশনের ক্ষেত্রেও পরীক্ষা নিরীক্ষা ভালোবাসেন কঙ্গনা। টপ নটে তাঁর এই চুলের স্টাইল বেশ ভাইরাল হয়েছিল।
advertisement
5/11
মাঝে মধ্যেই নিজের চুল নিয়ে নানা স্টাইল করেন কঙ্গনা। কাঁধ পর্যন্ত খোলা চুলে বেনির হেয়ারব্যান্ড করেছেন নায়িকা।
advertisement
6/11
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ফুলের মালায় সাজানো কঙ্গনার খোঁপা।
advertisement
7/11
পনি টেলের সঙ্গে মৌমাছির চাকের মতো চুলের স্টাইল।
advertisement
8/11
স্বাভাবিক কার্লের সঙ্গে লম্বা বব।
advertisement
9/11
মৌচাকের স্টাইলে চুলের সাজ।
advertisement
10/11
একেবারেই ছোট কোঁকড়ানো স্টাইল।
advertisement
11/11
কঙ্গনার নিজস্ব চুলের স্টাইল। এভাবেই প্রথম তাঁকে বলিউড দেখেছিল।