Kangana Ranaut in Saree: চতুর্থবার জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী, কেমন করে সাজলেন কঙ্গনা?
- Published by:Raima Chakraborty
Last Updated:
ইনস্টাগ্রামে কঙ্গনা রানাওয়াত শেয়ার করেছেন নিজের লুক (Kangana Ranaut in Saree)।
advertisement
1/10

৬৭তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে সোমবার। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ফের একবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut in Saree)। এমন সম্মানের পুরস্কার আনতে যাওয়ার আগে কেমন করে সাজলেন অভিনেত্রী? ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজের লুক (Kangana Ranaut in Saree)।
advertisement
2/10
ঘিয়ে ও লাল পাড়ের কাঞ্জিভরম শাড়িতে সেজেছিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut in Saree)। সঙ্গে সোনার গয়না ও মাথায় সাদা ফুল দিয়ে খোঁপা করেছিলেন নায়িকা।
advertisement
3/10
এর আগেও বহুবার শাড়িতে দেখা গিয়েছে কঙ্গনাকে। এখানে পরেছেন একটি হলুদ হ্যান্ডলুম শাড়ি।
advertisement
4/10
কমলা ও চওড়া লাল পাড়ের শাড়িতে দারুণ সাজ কঙ্গনার।
advertisement
5/10
ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে পুরনো দিনের সাজে কঙ্গনা।
advertisement
6/10
ফ্লোরাল প্রিন্টের ব্লাউজের সঙ্গে খয়েরি জমকালো শাড়ি পরেছেন নায়িকা।
advertisement
7/10
সবুজ শিফন ও সোনালি পাড়ে অনবদ্য লুক কঙ্গনার।
advertisement
8/10
সাদা ও সোনালি বর্ডারের শাড়িতে মোহময়ী রূপ।
advertisement
9/10
হলুদ হাল্কা শাড়িতে ছকভাঙা সাজে কঙ্গনা।
advertisement
10/10
স্যালমন রঙের হ্যান্ডলুম শাড়িতে নজরকাড়া কঙ্গনা।