Happy Birthday Saif Ali Khan: স্বামীর ৫১ বছরের জন্মদিন, সুইমিং পুলে ঘনিষ্ঠ সইফ-করিনা! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
৫১ বছরে পা দিলেন বলিউডের নবাব সইফ আলি খান (Happy Birthday Saif Ali Khan)।
advertisement
1/6

৫১ বছরে পা দিলেন বলিউডের নবাব সইফ আলি খান (Happy Birthday Saif Ali Khan)। নিজের জীবনের এই বিশেষ দিনকে সেলিব্রেট করতে সইফ চলে গিয়েছেন মালদ্বীপে। সঙ্গে অবশ্যই স্ত্রী করিনা কাপুর খান ও দুই ছেলে তৈমুর-জেহ।
advertisement
2/6
মালদ্বীপে সুইমিং পুলের ধারে বসে সপিরবারে ছবি শেয়ার করেছেন করিনা। সেখানে দেখা গিয়েছে করিনার পাশে শুয়ে রয়েছে ছোট্ট জেহ। সামনে ক্যামেরায় পোজ দিয়েছেন সইফ-করিনা-তৈমুর।
advertisement
3/6
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সইফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন করিনা। সেখানে রয়েছে তাঁদের ঘনিষ্ঠ ছবিও। সুইমিং পুলের জলে একে অপরকে জড়িয়ে বিশেষ সময় কাটাচ্ছেন নবাব দম্পতি।
advertisement
4/6
ছবি শেয়ার করে করিনা সইফের উদ্দেশে লিখেছেন, 'আমার জীবনের ভালোবাসাকে শুভ জন্মদিন। অসীমেরও চেয়েও অসীমে তোমার সঙ্গে থাকতে চাই শুধু।'
advertisement
5/6
এদিন সইফের বোন সাবা একটি ভিডিও শেয়ার করে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দাদাকে তিনি লিখেছেন, সাফল্য ও আনন্দের শুভকামনা। ভিডিওয়ে তাঁদের ছোটবেলার নানা মুহূর্ত বন্দি করেছেন সাবা আলি খান।
advertisement
6/6
আপাতত মালদ্বীপেই চলছে জমজমাট সেলিব্রেশন। মুম্বইতে ফিরে এসে ফের পরিবারের সঙ্গে সময় কাটানো ও পার্টির পরিকল্পনা রয়েছে তাঁদের।