Bollywood Gossip: ঝুলিতে ঝুড়ি ঝুড়ি হিট সিনেমা! বিনোদ খান্নার নায়িকা প্রেম চেয়েও ফিরেছেন খালি হাতে, আজও সিঁথি রাঙাননি সিঁদুরে, বিয়ে না হওয়ার যন্ত্রণা তিলে তিলে শেষ করেছে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
কিন্তু বেশি ছবিতে অভিনয় করেননি তিনি৷ কিন্তু তারপরও যা কাজ করেছেন, তাতেই প্রশংসিত হয়েছেন৷ কিন্তু তিনি তাঁর প্রাপ্য সম্মান কখনও পাননি৷
advertisement
1/7

তখন সত্তর-আশির দশক৷ অভিনয় করেছিলেন বিনোদ খান্না বিপরীতে৷ তাঁর অসাধারণ প্রতিভা সকলকে পাগল করে তুলেছিল৷ প্রায় সব ধরনের ছবিতে অভিনয় করেছিলেন তিনি৷
advertisement
2/7
কিন্তু বেশি ছবিতে অভিনয় করেননি তিনি৷ কিন্তু তারপরও যা কাজ করেছেন, তাতেই প্রশংসিত হয়েছেন৷ কিন্তু তিনি তাঁর প্রাপ্য সম্মান কখনও পাননি৷
advertisement
3/7
তিনি ‘মেহেবুবা’, ‘এক হি রাস্তা’-র মতো ছবিতে শক্তিশালী ভূমিকায় অভিনয় করেছেন৷ ‘প্রিয়তমা’-র জন্য তিনি ১৯৭৮ সালে ফিল্মফেয়ারে তিনি সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরষ্কার পেয়েছিলেন৷ ১৯৮০ সালে জিতেন্দ্র ধর্মেন্দ্র এবম বিনোদ খান্নার ছবি ‘দ্য বার্নিং ট্রেন’ এর একটি গানেও তাঁকে দেখা গিয়েছে৷
advertisement
4/7
তিনি সত্তর-আশি দশকের অন্যতম খ্যাতনামা অভিনেতা আশা সচদেব৷ ৯০টিরও বেশি ছবিতে অংশ নিয়েছিলেন তিনি৷
advertisement
5/7
তাঁর জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট ‘বিন্দিয়া’ বলে বি-গ্রেডের একটা ছবিতে অভিনয় করা৷ এর ফলে আশা সচদেব বেশ জনপ্রিয় হয়ে ওঠে৷ কিন্তু এর ফলে নির্মাতারা তাঁকে এড়িয়ে যেতে শুরু করে৷ তখনকার দিনের অনেক বড়-বড় অভিনেতাও তাঁর সঙ্গে অভিনয় করতে রাজি হননি৷
advertisement
6/7
কিন্তু তারপরও তাঁর অসাধারণ মনোমুগ্ধকর চেহারার জন্য তিনি অনেকেরই চোখের মণি হয়ে উঠেছিলেন৷ তারপরও সারাজীবন কারওর সঙ্গেই বিয়ে করলেন না তিনি৷ কেন?
advertisement
7/7
এর পিছনে রয়েছে এক রোমান্টিক ও মর্মানন্তিক কাহিনি৷ শোনা যায়, আশা এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছিলেন৷ তাঁদের মধ্যে বিয়েও ঠিক হয়, বলে সূত্রের খবর৷ কিন্তু কিছুদিন আগে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান৷ এর পর আশা আর কাউকে বিয়ে করলেন না৷ সারাজীবন কুমারীই রয়ে গেলেন তিনি৷