Bollywood Gossip: পয়সা পেতাম তাই বিয়েতে গিয়ে নাচতাম, একবার গিয়ে দেখি অন্তেষ্টি! নিজের লোক যা কাঁদেনি হাউহাউ করে তার চেয়ে বেশি কাঁদলাম, টাকাও মিলল ডবল, বলি স্টারের স্বীকারোক্তি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: টাকার জন্য বলিউডে কত কী করতে হয় ভাবলে চমকে উঠবেন, হিরোদের কপালে জোটে এই কাজের বরাত, দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে সামনে এল
advertisement
1/8

বলিউডে গ্ল্যামার ও টাকা দুটো পাশাপাশি রাস্তায় হাঁটে৷ সেরকমই এক ভয়ানক সত্যি সামনে এল, যা বি টাউনের গসিপকে ফের একবার উসকে দিতে পারে৷ একসময়ের বলিউডের তারকা হিরো জানিয়েছেন পয়সার জন্য তিনি একজনের শেষকৃত্যে যোগদান করেছিলেন৷ শুধু এটুকুতেই শেষ নয়, সেখানে গিয়ে তিনি যেহেতু টাকা পাবেন তাই তিনি মৃতের আত্মীয়স্বজনের চেয়ে অনেক বেশি কান্নাকাটি করেছিলেন৷ Photo- Representative
advertisement
2/8
এই ঘটনার কথা সামনে এনেছেন, চাঙ্কি পান্ডে৷ চাঙ্কি জানিয়েছেন তিনি তাঁর অভিনয় জীবন শুরু করছেন এটা সেই সময়ের ঘটনা৷ তিনি নজরে রাখতেন কোনওভাবে যদি অতিরিক্ত আয় করা যায়৷ সেই জন্যে বিভিন্ন ইভেন্টের উপর নির্ভর করতেন।
advertisement
3/8
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে হাজির হয়ে চাঙ্কি কপিল শর্মাকে বলেছিলেন সেই সময়ে তিনি যে কোনও ইভেন্টে যোগ দিতেন৷ একদিন এরকমভাবেই অজান্তে শেষকৃত্যেও যোগ দেন৷ অন্ত্যেষ্টিক্রিয়ায় কান্নাকাটি করলে তাকে শুধুমাত্র এতে যোগ দেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছিল তাই নয়, দেওয়া হয়েছিল অতিরিক্ত টাকাও৷
advertisement
4/8
বি টাউনে বাড়তি আয়ের একটি মাত্র উৎস বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া সেলিব্রিটি হিসেবে৷ তিনি বলেন, ‘‘আমার একটা ব্যাগ রেডি থাকত, যে আমাকে ডাকবে আমি আমার ব্যাগটা নিয়ে দৌড় দিতাম—সেটা বিয়ে হোক, জন্মদিন হোক বা মুণ্ডন অনুষ্ঠান হোক। একদিন সকালে একজন সংগঠকের ফোন পেলাম। জিজ্ঞেস করলেন, ‘আজ কী করছ?’’
advertisement
5/8
আমি তাকে বলেছিলাম, ‘‘আমি এইমাত্র শুটিংয়ে যাচ্ছি।’’ তিনি আমাকে জিজ্ঞেস করলেন এটা কোথায় এবং আমি জানাই এটা ফিল্ম সিটিতে। তিনি তখন বললেন, ‘‘ভাই, রাস্তে মে এক ছোট সা ঘটনা হ্যায়, ১০ মিনিট কে লিয়ে, আনা, পয়সা আচ্ছে হ্যায়।’’ আমি নিশ্চিত হয়ে বললাম। তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘‘আপনি যদি আসছেন, সাদা পোশাক পরে আসুন।’ আমি বেশি কিছু না ভেবে, সাদা পোশাক পরে অনুষ্ঠানস্থলে নামলাম,’’ চাঙ্কি বলেন।
advertisement
6/8
“আমি পৌঁছে দেখলাম বাইরে সাদা পোশাক পরা বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে ভিতরে গেলাম এবং লোকেরা আমার দিকে তাকাচ্ছিল। তাঁরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল যে চাঙ্কি পান্ডে এসেছে এবং আমি ভাবছিলাম কি হচ্ছে। আমি মৃতদেহ দেখে বুঝলাম আমি একটি শেষকৃত্য অনুষ্ঠানে ছিলাম।’’
advertisement
7/8
তিনি আরও বলেন, ‘‘আমি নির্বোধ ছিলাম এবং ভেবেছিলাম যে আমি পৌঁছানোর আগেই সংগঠক মারা গেছেন। কোণে সংগঠককে দেখে তাকে ডাকলাম। তিনি বললেন, ‘স্যার, চিন্তা করবেন না, আপনার (টাকার) প্যাকেট আমার কাছে আছে। কিন্তু পরিবার বলেছে যে তুমি কাঁদলে তারা তোমাকে আরও টাকা দেবে।’’ সত্যিই এমনটা হয়েছে,” যোগ করেছেন তিনি।
advertisement
8/8
চাঙ্কি ১৯৮৭ তে মাল্টি-স্টারার আগ হি আগ- দিয়ে সিলভার স্ক্রিনে আত্মপ্রকাশ করেন৷ এছাড়াও মেগা হিট তেজাব, আঁখে, তিরছি টপিওয়ালে, দে দানা দান এবং হাউসফুল-এর মতো ছবিতে অভিনয় করেছেন৷