TRENDING:

Bollywood Gossip: রোজ রাতে বিছানায় 'এই' জিনিসটাই চরম সুখ দেয় কিয়ারাকে, বিয়ের পরেই এ কী বলে বসলেন অভিনেত্রী... করণ জোহরের সামনে সব ফাঁস

Last Updated:
Bollywood Gossip: একসঙ্গে কাজ করতে গিয়ে সিদ্ধার্থ-কিয়ারার আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাতপাক ঘোরেন তাঁরা।
advertisement
1/7
রোজ রাতে বিছানায় 'এই' জিনিসটাই চরম সুখ দেয় কিয়ারাকে, বিয়ের পরে একী বলন অভিনেত্রী
বিয়ের বছর ঘোরেনি এখনও। নতুন সংসার সাজিয়েছেন সবে। কাজ আর পরিবারকে দিন কাটছে তাঁদের। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর।
advertisement
2/7
একসঙ্গে কাজ করতে গিয়ে সিদ্ধার্থ-কিয়ারার আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাতপাক ঘোরেন তাঁরা।
advertisement
3/7
শুরু হয়েছে কফি উইথ করণ-এর অষ্টম সিজন৷ ‘কফি উইথ করণ’ মানেই তারকাদের হাঁড়ির খবর জানতে পারা৷ পরিচালক করণ জোহরের এই শোতে মন খুলে কথা বলেন বলিতারকারা৷ প্রতিটি এপিসোডের অতিথিদের তালিকাতেও থাকে বিরাট চমক৷ জনপ্রিয় এই শোয়ের সিজন ৮ ও প্রথম থেকেই একের পর এক চমক দিয়ে চলেছে৷ সম্প্রতি সেখানে অতিথি ছিলেন ভিকি কৌশল এবং কিয়ারা আডবাণী৷
advertisement
4/7
এই শোতেই কিয়ারা ফাঁস করলেন রোমে তাঁকে বিয়ের প্রস্তাব দেন সিদ্ধার্থ৷ তার ঠিক পরেই তিনি কফি উইথ করণে ভিকির সঙ্গে অতিথি হয়ে আসেন৷ যদিও কিয়ারার সঙ্গে প্রেম নিবেদনের বিষয়ে ঘুণাক্ষরেও ফাঁস করেনি অভিনেতা৷ করণের প্রশ্নের উত্তরে জানা গেল অন্দরের কথাও৷
advertisement
5/7
এখানেই করণ জোহর কিয়ারাকে জিজ্ঞাসা করেন, ‘বিছানায় কোন তিনটে জিনিস ছাড়া তাঁর চলে না?’
advertisement
6/7
কিয়ারা বলেন, "তাঁর স্বামী, তাঁর বালিশ এবং তাঁর লেপ"
advertisement
7/7
দুই দম্পতির প্রেমে ভরা সংসারের এমন আরও অজানা দিক ফাঁস হল কফি উইথ করণে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: রোজ রাতে বিছানায় 'এই' জিনিসটাই চরম সুখ দেয় কিয়ারাকে, বিয়ের পরেই এ কী বলে বসলেন অভিনেত্রী... করণ জোহরের সামনে সব ফাঁস
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল