Bollywood Gossip: ছিঃ! ভাইব্রেটর করে হস্তমৈথুন, লাইব্রেরিতে স্বমেহন... বিতর্কের ঝড় তুলে দিয়েছিলেন এই অভিনেত্রীরা... সবার সামনে দেখা যাবে না সেই দৃশ্য
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
লাস্ট স্টোরিজে করণ জোহরের পরিচালনায় যে গল্পটি ছিল তাতে এমন একটি দৃশ্য ছিল৷ অভিনয় করেছিলেন কিয়ারা আডবানি৷ সেই সিনে অভিনয় করতে খুবই অস্বস্তি হয়েছিল তার৷
advertisement
1/5

বলিউডের বেশ কিছু হস্তমৈথুনের দৃশ্য সৃষ্টি করেছিল চরম বিতর্ক৷ ঠিক এর পাশাপাশি তুমুল গতিতে ভাইরালও হয়েছে সে সব দৃশ্য৷
advertisement
2/5
'ভিরে দি ওয়েডিং' ছবিতে স্বরা ভাস্করের হস্তমৈথুন দৃশ্য ভাইরাল হয়েছিল। দৃশ্যে দেখা যায় তিনি ভাইব্রেটর ব্যবহার করছেন।
advertisement
3/5
স্বামী তাঁকে শারীরিক সুখ দিতে সক্ষম নন, ভাইব্রেটারের সাহায্যে নিজেকে সেই সুখ দিতে তৈরি স্ত্রী৷ ছবির স্ক্রিপ্টেই ছিল এমন৷ লাস্ট স্টোরিজে করণ জোহরের পরিচালনায় যে গল্পটি ছিল তাতে এমন একটি দৃশ্য ছিল৷ অভিনয় করেছিলেন কিয়ারা আডবানি৷ সেই সিনে অভিনয় করতে খুবই অস্বস্তি হয়েছিল তার৷
advertisement
4/5
প্রথমে তিনিই বুঝতেই পারছিলেন না কীভাবে স্ক্রিনে স্বহেমনের অভিনয় বিশ্বাসযোগ্য করে তুলবেন৷ সেটা নিয়ে চিন্তায় ছিলেন৷ পরিচালকেও সেই কথা বলেছিলেন৷ পরিচালক করণ তাঁকে বুঝিয়েছিলেন হস্তমৈথুনের সিনটা কীভাবে করতে হবে৷ তারপরও কিছুটা টেনশনে ছিলেন কিয়ারা৷
advertisement
5/5
'লাস্ট স্টোরিজ' -এ নেহা ধুপিয়ার লাইব্রেরীতে ভাইব্রেটর ব্যবহার করে হস্তমৈথুন দৃশ্য রয়েছে।