TRENDING:

Ranveer Singh and Deepika Padukone: নাম নিয়ে বড়সড় ঝড়! মেয়ের নাম দুয়া রাখতেই সকলে মনে করালেন আপনার হিন্দু, ভুলে গেছেন

Last Updated:
Bollywood Gossip: বলিউডের পাওয়ার কাপল তাঁরা নিজেদের খুদে সন্তানের নাম উর্দুতে রাখায় নেটিজেনরা মনে করিয়ে দিলেন তাঁদের ধর্ম ঠিক কী
advertisement
1/8
নাম নিয়ে বড়সড় ঝড়! মেয়ের নাম দুয়া রাখতেই সকলে মনে করালেন আপনার কিন্তু...
:  বলিউড সেলেবদের যেমন প্রবল স্টারডাম থাকে তেমনিই সেই স্টারডামের বিভিন্ন নেগেটিভ এফেক্টও জীবনে ঝড় তোলে৷ সম্প্রতি সেই রকম ঝড়ই ধাক্কা দিচ্ছে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের জীবনে৷ তাঁদের ছোট্ট মেয়ের নাম নিয়ে খোঁচা দেওয়ার শেষ নেই নেটিজেনদের৷
advertisement
2/8
প্রেগন্যান্সি থেকে সন্তানের ডেলিভারি পর্যন্ত, ফ্যানদের মধ্যে উন্মাদনা চরমে। সদ্য মা-বাবা হওয়ার আনন্দের স্বাদ উপভোগ করছেন বলিউডের প্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। লক্ষ্মীর আগমন তাঁদের ঘরে।
advertisement
3/8
দীপিকা  সেপ্টেম্বরে মা হয়েছেন,  দীপাবলির দিনে নিজেদের সন্তানের ছবি পোস্ট করেন৷ সেখানই তাঁর নামও সকলের সামনে আনা হয়েছে৷  সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়-ছুঁয়ে যাওয়া ছবি শেয়ার করে, দুজনেই শিশু কন্যার নাম সামনে এনেছেন।
advertisement
4/8
খুদের নাম জানার পর অনেক ফ্যানই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে একাধিক ফ্যানের এই  নামটি মোটেই পছন্দ হয়নি। করিনা কাপুর খান এবং সইফ আলি খানের ছেলে তৈমুর আলির নাম আসার পরে,ফ্যানরা সকলেই নিজেদের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন৷
advertisement
5/8
এবারের দিওয়ালি ছিল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের জন্য বিশেষ। এটি ছিল তাঁদের জীবনে আসা ছোট্ট দেবদূতের সঙ্গে  তাঁদের প্রথম দীপাবলি। আলোর এই উৎসবে তিনি প্রকাশ করলেন তার মেয়ের নাম। দুজনেই তাঁদের মেয়ের নাম রেখেছেন 'দুয়া পাড়ুকোন সিং'।
advertisement
6/8
সোশ্যাল মিডিয়ায় কোনও কিছু সমস্যা হয়ে উঠতে বেশি সময় লাগে না। সাইফিনার বড় ছেলে তৈমুরের নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে হইচই পড়েছিল তা কে ভুলতে পারতেন। নাম নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। এবার দীপিকা ও রণবীর কন্যার নাম নিয়ে তোলপাড়।
advertisement
7/8
আপনারা দুজনেই হিন্দু, ভুলে গেছেন?দীপবীর তার মেয়ের নাম রেখেছেন 'দুয়া', কিন্তু কিছু লোক এই নাম পছন্দ করেননি। এক ব্যবহারকারী লিখেছেন, 'দুয়া? আপনি কি কোনও হিন্দু নাম প্রস্তাব করেননি? মিনতি...? প্রার্থনা কেন? নামাজ পড়ে না কেন...? তোমরা দুজনেই হিন্দু, ভুলে গেছ?'
advertisement
8/8
আরেকজন লিখেছেন- 'নামাজও রাখতে পারতেন। মুসলিম নাম কেন? বলিউড এটা ইচ্ছাকৃতভাবে করে। তাঁরা সনাতন ধর্মের ভাবাবেগকে মাথায় রাখে না।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ranveer Singh and Deepika Padukone: নাম নিয়ে বড়সড় ঝড়! মেয়ের নাম দুয়া রাখতেই সকলে মনে করালেন আপনার হিন্দু, ভুলে গেছেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল