TRENDING:

Bollywood Gossip: বিবাহিত সুপারস্টারের সঙ্গে ১০ বছর 'লিভ-ইন', একাধিক প্রেম, তবু আজও তিনি একা, 'ঘর' পেলেন না বলিউডের যে সুন্দরী নায়িকা, পড়ুন...

Last Updated:
তিনি একাধিক সম্পর্কে ছিলেন, টানা ১০ বছর লিভ-ইন করেছেন সুপারস্টারের সঙ্গে, কিন্তু কোনওকিছুই যেন তালে মিলল না। আজও তিনি একা। আজও 'ঘর' পেলেন না । আজও বিয়ে করেননি বলিউডের এই সুপারহিট সুন্দরী নায়িকা। কার কথা হচ্ছে বলুন তো?
advertisement
1/7
বিবাহিত সুপারস্টারের সঙ্গে ১০ বছর 'লিভ-ইন', একাধিক প্রেম, তবু আজও তিনি একা...
তিনি একাধিক সম্পর্কে ছিলেন, টানা ১০ বছর লিভ-ইন করেছেন সুপারস্টারের সঙ্গে, কিন্তু কোনওকিছুই যেন তালে মিলল না। আজও তিনি একা। আজও 'ঘর' পেলেন না । আজও বিয়ে করেননি বলিউডের এই সুপারহিট সুন্দরী নায়িকা। কার কথা হচ্ছে বলুন তো?
advertisement
2/7
তিনি সুন্দরী, তিনি সফল, তিনি বুদ্ধিদীপ্ত, তবু আজও তিনি 'সিঙ্গল'! ঝুলিতে ঝুরিঝুরি সুপারহিট সিনেমা থাকলেও, সম্পর্কের দিক থেকে তিনি সাফল্য পেলেন না! কোনও সম্পর্কই পরিণতি পেল না। কথা হচ্ছে 'হেভিওয়েট' অভিনেত্রী টাবুর। ৫৩ বছর বয়সী এই অভিনেত্রীর রিলেশনশিপ স্টেটাস আজও 'সিঙ্গল'। তবে বহুবার সম্পর্কে জড়িয়েছেন টাবু। একাধিক তারকাকে ডেট করেছেন তিনি। শোনা যায়, একজন সুপারহিট নায়কের সঙ্গে টাবুর ১০ বছরের সম্পর্ক ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হয় না, দু'জনের পথই আলাদা হয়ে গিয়েছিল।
advertisement
3/7
বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায়, টাবুর প্রেম ছিল দক্ষিণী তারকা নাগার্জুনের সঙ্গে। এমনিতে বলিউড তারকারা নিজেদের সম্পর্ক নিয়ে বিশেষ খোলামেলা কথা বলেন না। টাবু ও নাগার্জুনও তা-ই করেছিলেন। কিন্তু একটা সময়ে তাঁদের প্রেম জীবন নিয়ে তুমুল আলোচনার ঝড় উঠেছিল। নাগার্জুন আগে থেকেই বিবাহিত ছিলেন। তার পরেও সম্পর্কে জড়ান টাবু আর নাগার্জুন। কিন্তু সম্পর্ক পরিণতি পায়নি। সেই থেকে টাবু এখনও অবিবাহিত।
advertisement
4/7
কিন্তু নাগার্জুনের সঙ্গে এখন কেমন সম্পর্ক টাবুর। শুনলে অবাক হবেন, শুধু নাগার্জুন নয়, তাঁর দ্বিতীয় স্ত্রী অমলার সঙ্গেও টাবুর সম্পর্ক খুবই ভাল। আসলে নাগার্জুনের যখন ২১ বছর বয়স, তখন টাবুর বয়স ছিল ১৬ বছর। সেই কৈশোর থেকেই দুজনের বন্ধুত্ব।
advertisement
5/7
টাবু আর নাগার্জুনের প্রথম দেখা হয়েছিল ‘নিন্নে পেল্লাদত্ত’ ছবির সেটে। একবার একটি সাক্ষাৎকারে নাগার্জুনের দ্বিতীয় স্ত্রী অমলা বলেছিলেন, নাগার্জুন ও টাবুর প্রতি তাঁর পূর্ণ বিশ্বাস রয়েছে এবং কেউ এই বিশ্বাস কেউ টলাতে পারবে না। অমলা আরও বলেছিলেন, “আমার বাড়িতে কী হচ্ছে, তা নিয়ে অন্যদের উদ্বিগ্ন না হলেও চলবে।”
advertisement
6/7
টাবুকে একবার বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, অজয় দেবগণের কারণে তিনি অবিবাহিত। মজা করেই এই কথা বলেছিলেন তিনি। অভিনেত্রী বলেছিলেন, তিনি অজয়কে বহু বছর ধরে চেনেন। আসলে টাবুর তুতো ভাই সমীর এবং অজয়​একে অপরের ভাল বন্ধু। আর যাঁরা টাবুর সঙ্গে কথা বলত, তাঁদের হুমকি দিত সমীর আর অজয়।
advertisement
7/7
নাগার্জুন ছাড়াও তাবুর সম্পর্কের গুঞ্জন ছিল সঞ্জয় কাপুরের সঙ্গে
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: বিবাহিত সুপারস্টারের সঙ্গে ১০ বছর 'লিভ-ইন', একাধিক প্রেম, তবু আজও তিনি একা, 'ঘর' পেলেন না বলিউডের যে সুন্দরী নায়িকা, পড়ুন...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল