Guess the Actress: তুমুল হিট নায়িকার একই সময়ে ২ নামী নায়কের সঙ্গে মাখোমাখো প্রেম! শেষে ডাক্তারকে বিয়ে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: পঞ্চাশের দশকে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন বৈজয়ন্তীমালা (Vyjayanthimala)। তত দিনে অবশ্য তিনি দক্ষিণী ছবির দুনিয়ার জনপ্রিয় নায়িকা হয়ে গিয়েছেন। তবে বলিউডে পা রাখামাত্রই নিজের সৌন্দর্য, অভিনয়ের জাদু ছড়িয়ে দেন।
advertisement
1/10

ভারতীয় সিনে দুনিয়া আজ শুধুমাত্র বলিউডেই আটকে নেই। ফলে দক্ষিণী তারকারা যেমন বলিউডে অভিনয় করছেন, তেমন বলিউডি তারকারাও চুটিয়ে দক্ষিণী ছবির কাজ করছে।
advertisement
2/10
তবে আগে একটা সময় ছিল, যখন খুব অল্প সংখ্যক দক্ষিণী তারকা বলিউডে পাড়ি জমাতেন। আর পঞ্চাশের দশকে এই ধারা চালু হয়েছিল এক অভিনেত্রীর হাত ধরে।
advertisement
3/10
নিজের সৌন্দর্যের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছিলেন তিনি। শুধু তা-ই নয়, অভিনয় এবং নৃত্যের দক্ষতার জোরে সকলের মন জয় করেছেন ওই অভিনেত্রী।
advertisement
4/10
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক ভালবাসা অর্জন করতে সফলও হয়েছিলেন। কথা হচ্ছে, অভিনেত্রী বৈজয়ন্তীমালার। তিনি যেমন সাফল্যের সিঁড়ি চড়েছিলেন, সেরকমই সম্পর্কের কারণে কখনও কখনও চরম ক্ষতির মুখেও পড়েছিলেন।
advertisement
5/10
পঞ্চাশের দশকে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন বৈজয়ন্তীমালা। তত দিনে অবশ্য তিনি দক্ষিণী ছবির দুনিয়ার জনপ্রিয় নায়িকা হয়ে গিয়েছেন। তবে বলিউডে পা রাখামাত্রই নিজের সৌন্দর্য, অভিনয়ের জাদু ছড়িয়ে দেন।
advertisement
6/10
জনপ্রিয়তার কারণে প্রত্যেক নামকরা নায়কের বিপরীতেই নেওয়া হত তাঁকে। এমনকী দিলীপ কুমার, রাজেন্দ্র কুমার, রাজ কাপুরের মতো তারকারাও অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চাইতেন। আর এই সময়ই বৈজয়ন্তীমালার নাম জড়িয়েছিল দিলীপ কুমার এবং রাজ কাপুরের সঙ্গে।
advertisement
7/10
সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, দিলীপ কুমার এবং রাজ কাপুরের বন্ধুত্ব নষ্ট করে দিয়েছিল ছবির বিষয়টা। তবে সেক্ষেত্রে আরও একটা ফ্যাক্টর কাজ করেছিল। আর সেটা হলেন বৈজয়ন্তীমালা।
advertisement
8/10
শোনা যায়, আসলে একই সময়ে দুই অভিনেতার সঙ্গেই সম্পর্ক রেখেছিলেন অভিনেত্রী। এমনকী এই ঘটনায় রেগে গিয়ে তাঁর কিছু ছবি থেকে বৈজয়ন্তীমালাকে বার করে দিয়েছিলেন দিলীপ কুমার। এর মধ্যে অন্যতম ছিল ‘রাম অওর শ্যাম’।
advertisement
9/10
সম্পর্কের উত্থান-পতনের মধ্যেই রাজ কাপুরের পারিবারিক চিকিৎসক ডা. বালির সঙ্গে সম্পর্কে জড়ান বৈজয়ন্তীমালা। অভিনেত্রীর চিকিৎসা চলাকালীনই কাছাকাছি আসেন দু’জনে।
advertisement
10/10
আর তাঁদের ঘনিষ্ঠতা এতটাই বেড়ে যায় যে, বিবাহিত ডা. বালি নিজের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। আর বৈজয়ন্তীমালার সঙ্গে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন।