Copied Bollywood Movies: মুন্নাভাই থেকে শাহরুখের চক দে, বলিউডের এই ৯ ছবির গল্পই 'চুরি' করা!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বরং এই পরিচালকেরা হলিউডের ছবি থেকে নিয়ে অর্থাৎ সাদা বাংলায় গল্প 'চুরি' করে ছবিগুলি তৈরি করেছেন (Copied Bollywood Movies)।
advertisement
1/10

বলিউডের ইতিহাসে এই ৯িট ছবিই সুপারহিট। কিন্তু এই ছবিগুলির দর্শকমহলে এত ভালোবাসা পাওয়ার কারণ একমাত্র ছবির পরিচালকের কৃতিত্ব নয়। বরং এই পরিচালকেরা হলিউডের ছবি থেকে নিয়ে অর্থাৎ সাদা বাংলায় গল্প 'চুরি' করে ছবিগুলি তৈরি করেছেন (Copied Bollywood Movies)। এর মধ্যে শাহরুখের 'চক দে ইন্ডিয়া' থেকে সঞ্জয় দত্তের 'মুন্নাভাই এমবিবিএস'-ও রয়েছে। দেখুন তালিকায় আর কোন কোন ছবি রয়েছে।
advertisement
2/10
মুন্নাভাই এম বি িব এস- সঞ্জয় দত্তের মুন্নাভাই এম বি বি এস বলিউডের অত্যন্ত জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি। এর প্রথম ছবিটি রবিন উইলিয়ামসের 'প্যাচ অ্যাডামস' ছবি থেকে অনুপ্রেরণা নিয়ে করা হয়েছিল।
advertisement
3/10
জিন্দা-- পার্ক চ্যান উকের মাস্টারপিস থ্রিলার ছবি থেকে একাধিক ছবি অনুপ্রেরণা নিয়ে ছবি তৈরি করেছে। তেমনই বলিউডেও সঞ্জয় দত্তের জিন্দা ছবিটি। ওল্ড বয় ছবি থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হয়েছিল জিন্দা।
advertisement
4/10
কায়ামাত-- অজয় দেবগণের কায়ামাত ছবিটি নিকোলাস কেগের দ্য রক ছবি থেকে অনুপ্রেরিত। ছবির প্রতিটি দৃশ্যই প্রায় টোকা হয়েছিল দ্য রক থেকে।
advertisement
5/10
ট্যাক্সি নম্বর ৯২১১-- বেন অ্যাফ্লেক ও স্যামুয়েল এল জ্যাকসনের চেঞ্জিং লেন্স ছবি থেকে বলিউডে তৈরি হয়েছিল ট্যাক্সি নম্বর ৯২১১।
advertisement
6/10
পার্টনার-- হলিউডের হিচ ছবি থেকে তৈরি হয়েছিল বলিউডের জনপ্রিয় ছবি সলমান খান ও গোবিন্দার পার্টনার।
advertisement
7/10
সালামে ইশক-- এটি হলিউডের লভ অ্যাকচুয়ালি ছবির হিন্দি রিমেক।
advertisement
8/10
দোস্তানা-- অ্যাডাম স্যান্ডলার ও কেভিন জেমসের নাও আই প্রোনাউন্স ইউ চাক অ্যান্ড লারি ছবি থেকে তৈরি হয়েছিল অভিষেক-জন-প্রিয়াঙ্কার দোস্তানা।
advertisement
9/10
জো জিতা ওয়াহি সিকন্দর-- ১৯৭৯ সালের ব্রেকিং অ্যাওয়ে ছবি থেকে তৈরি হয়েছিল আমির খানের সুপারহিট ছবি জো জিতা ওয়াহি সিকন্দর।
advertisement
10/10
চক দে ইন্ডিয়া-- শাহরুখ খানের সুপারহিট ছবি চক দে ইন্ডিয়া কার্ট রাসেলের মিরাকল ছবি থেকে তৈরি হয়েছিল।