ছেলের মৃত্যুর চারমাস আগেই পুলিশে গিয়েছিলেন সুশান্তের বাবা! হল আসল সত্যের পর্দাফাঁস
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একের পর এক নতুন সত্যের উদঘাটন হচ্ছে রোজই।
advertisement
1/5

• সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকেই এখন সব নজর। একাধিক অভিযোগ ওঠার পর তাঁকে ঘিরেই আপাতত তদন্তের সমস্ত দিক আলোচিত হচ্ছে। সুশান্তের বাবা এবং পরিবারের পক্ষ থেকেও রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে।
advertisement
2/5
• মুম্বই পুলিশের পাশাপাশি এখন বিহার পুলিশও অভিযোগের ভিত্তিতে সুশান্তের মৃত্যুর তদন্ত করছে। বিহার পুলিশের চারজন অফিসার এই বিষয়ে তদন্ত করতে মুম্বইও গিয়েছেন। বিহার পুলিশের কাছে অভিযোগে একাধিক বার রিয়ার কথা তুলেছেন সুশান্তের বাবা।
advertisement
3/5
• কিন্তু আসল বিষয়টি উঠে এসেছে একটি সংবাদমাধ্যমে সুশান্তের বাবার দেওয়া সাক্ষাৎকারে। তিনি সেখানে প্রথম অভিযোগ করেছেন, যদি সুশান্তের প্রতি এতটাই ভালবাসা থাকে রিয়ার, তাহলে সে কেন সুপ্রিম কোর্টে বিহার পুলিশের তদন্ত মুম্বইয়ে নিয়ে যাওয়ার কথা বলছে?
advertisement
4/5
• এরপরেই এক মারাত্মক তথ্য সামনে এনেছেন তিনি। বলেছেন, সুশান্তের মৃত্যুর চারমাস আগে, মানে ফেব্রুয়ারি মাসেই তিনি পুলিশের কাছে সুশান্তের প্রেমিকা রিয়ার নামে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, সুশান্ত বদ সঙ্গে পড়েছে, এবং তাঁর ছেলের সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে।
advertisement
5/5
• এই কথার অর্থ সুশান্তের জীবনে রিয়ার উপস্থিতি যে বিপদ তৈরি করতে পারে, তা আগে থেকেই বুঝতে পেরেছিলেন সুশান্তের পরিবারের লোকেরা। সেই কারণে পুলিশেও গিয়েছিলেন। তাহলে কি সত্যিই সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়া জড়িয়ে আছেন? উঠছে প্রশ্ন।